ভূঞাপুরে ১২০ বছরের বৃদ্ধার লাশ উদ্ধার; আটক ১

ভূঞাপুর ২৭ নভেম্বর : টাঙ্গাইলের ভূঞাপুরে ১২০ বছরের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাবু আহম্মেদ নামের এক দোকান কর্মচারীকে আটক করেছে থানা পুলিশ।
নিহতের নাম আহাতন বেওয়া (১২০)। তিনি উপজেলার ফলদা গ্রামের মৃত জামাল উদ্দিন সরকারের স্ত্রী।
জানা গেছে, বৃদ্ধার ঘরে ঢুকে দা-বটি দিয়ে জবাই করে ঘাতক বাবু কৌশলে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলামকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দিকে, বাবু আহম্মেদ নামের এক দোকানের কর্মচারীকে বিকালের দিকে আটক করা হয়েছে।