গোপালপুর ২৬ ফেব্রুয়ারি : ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের খেতাব অর্জন করায় টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমীর খসরু ও টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় গোপালপুর থানার ওসি মো. মুস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে গোপালপুর প্রেসক্লাব।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে গোপালপুর প্রেসক্লাব এ সংবর্ধনানুষ্ঠানের আয়োজন করেন।
প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমীর খসরু, ওসি মো. মুস্তাফিজুর রহমান, হাদিরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী কেএম গিয়াস উদ্দিন, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উপজেলা সভাপতি অধ্যাপক বানীতোষ চক্রবর্তী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আব্দুস ছাত্তার ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সংবাদকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।