ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর গবেষক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, শোষিত-বঞ্চিত ও নিপীড়িত অধিকারহারা মানুষের অধিকার আদায়ে সংগ্রামী মহাপুরুষ ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি বলেন, ভাসানী এমন একজন নেতা ছিলেন যাকে নিয়ে বিভিন্ন দেশের নানা বিশ্ববিদ্যালয়ে এখন পিএইচডি ডিগ্রি অর্জণে গবেষণা চলছে। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার(১৫ নভেম্বর) সন্ধ্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত ‘মওলানা ভাসানীর সংস্কৃতিক ভাবনা’ শীর্ষক এক সেমিনারে মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী স্টাডিজ কোর্সের কোর্স টিচার সৈয়দ ইরফানুল বারী। ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও কবি বুুলবুল খান মাহবুব, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. একেএম মহিউদ্দিন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোছা. নুরজাহান খাতুন প্রমুখ আলোচনা করেন।
প্রধান অতিথি প্রফেসর ড. মো. আলাউদ্দিন বলেন, স্থান-কাল ও পাত্র ভেদে মানুষ যদি তার প্রয়োজনে নিজেকে পরিবর্তন করতে পারেন তাহলে তিনি সফলতা অর্জন করতে পারবেন। মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিব যেকোন পরিস্থিতিতে নিজেকে তাৎক্ষণিক পরিবর্তন করতে পারতেন। মওলানা ভাসানী ও মুজিবের মধ্যে একটি অকৃত্রিম মেলবন্ধন ছিল। তিনি আরো বলেন, যারা মানুষকে কিছু দিতে পারে, মানুষের জন্য কিছু করতে পারে, মানুষ তাদেরকেই স্মরণ করে। মওলানা ভাসানী ও মুজিব মানুষের জন্য কিছু করতে পেরেছিলেন। তাই আজ আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
অনুষ্ঠান পরিচালনা করেন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারি অধ্যাপক মো. ইসতিয়াক আহম্মেদ।