বিনোদন ডেস্কঃ
জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ ‘ভুবন মাঝি’ নামে একটি ছবিতে অভিনয় করতে চাচ্ছেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার ভিন্নধারার ছবির অভিনেতা পরমব্রত। ছবির গল্পে দেখা যাবে, পরমব্রত সারা জীবন লালন ভাব দর্শনে বিশ্বাসী হলেও, অপর্ণা ঘোষের উৎসাহে মুক্তিযুদ্ধে যোগ দেন। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজধানী ঢাকায় ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। ছবি পরব্রত ও অর্পণা ঘোষ ছাড়াও অভিনয় করবেন মামুনূর রশীদ, নওশাবা, সুষমা সরকার, মাজনুন মিজান প্রমুখ। সবকিছু ঠিক থাকলেও সরকারি অনুদানের নির্মাণাধীন ‘ভূবন মাঝি’ ছবিতে কেন কলকাতার অভিনেতা পরমব্রতকে নেয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এফডিসি পাড়ায়। কারণ সরকারি অনুদান তো দেশের চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থেই দেয়া হয়। এখানে দেশীয় অভিনেতাদের অপেক্ষা করে ভিনদেশী অভিনেতাকে প্রমোট করে দেশের চলচ্চিত্রের কি এতো উন্নতি হবে?