বিনোদন ডেস্কঃ
নন্দিত নায়িকা দিতির অবস্থার কোনো উন্নতি নেই। বিদেশ থেকে ফিরিয়ে আনার পর এখন এলোমেলো ভাবে কথা বলছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক শাগুফা আনোয়ার এমনটাই জানালেন।
দিতি এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিউরো সেন্টার বিভাগের পরিচালক সৈয়দ সায়ীদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসক জানিয়েছেন,তার শারীরিক অবস্থা স্থিতিশীলই বলা যেতে পারে। সবার সঙ্গে তিনি কথাও বলছেন। সবাইকে চিনতে পারছেন। কিন্তু একটানা অনেকক্ষণ কথা বলার পর একই মানুষকে আবার চিনতে কষ্ট হচ্ছে তার। হঠাৎ হঠাৎ এলোমেলো কথাও বলেন তিনি।
দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় ৮ জানুয়ারি ঢাকায় ফিরিয়ে আনা হয় তাকে।