বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার ড. অভিজিৎ রায় হত্যাকান্ডের এক বছর পূর্ণ হলো শুক্রবার(২৬ ফেব্রুয়ারি)। গত এক বছরেও এই হত্যা মামলার কোনো সুরাহা করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এখনো ধরাছোঁয়ার বাইরে খুনিরা। আদৌ খুনিরা ধরা পড়বে কিনা, শাস্তি হবে কিনা- এ বিষয়ে সুস্পষ্ট করে কিছুই বলছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের এক বছরেও খুনিরা শনাক্ত ও বিচারাধীন না হওয়া খুবই হতাশার ব্যাপার।
গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন বিজ্ঞান লেখক, মুক্তমনা ব্লগ সাইটের পরিচালক প্রকৌশলী অভিজিৎ রায়। ধারালো অস্ত্রের আঘাতে তাকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। ওই সময় সঙ্গে থাকা তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আক্রান্ত হন। এই দম্পতিকে হাসপাতালে নেয়ার এক ঘণ্টা পর অভিজিৎ মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, দেশের অগ্রগণ্য বুদ্ধিজীবী অধ্যাপক অজয় রায়ের ছেলে মুক্তমনা লেখক, যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ রায় হত্যাকা-ে তখন দেশে-বিদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। সর্ব মহল থেকে বিচারের দাবি ওঠে। মামলা হয়। অভিজিৎ হত্যা মামলায় এ পর্যন্ত সন্দেহভাজন ফেসবুকে হত্যার হুমকিদাতা শফিউর রহমান ফারাবী ছাড়া উল্লেখযোগ্য আর কেউ গ্রেপ্তার হওয়ার বিষয় পুলিশ এখনো স্পষ্ট করেনি। হত্যাকা-ের পরপর পুলিশের সন্দেহের আঙুল উঠেছিল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দিকে। এরপর যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে অভিজিৎ হত্যাকা-ের তদন্তে সহযোগিতায় আসে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। ডিএনএ টেস্টের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয় হত্যার কিছু আলামত। কিন্তু তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে হত্যার ক্লু ও হত্যাকারী সম্পর্কে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। হত্যাকান্ডের এক বছরের মাথায় এসে পুলিশ দাবি করছে, অভিযুক্ত খুনিদের চিহ্নিত করা হয়েছে। কিন্তু এফবিআইয়ের রিপোর্টের অপেক্ষায় কাউকে গ্রেপ্তার দেখানো যাচ্ছে না। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো ১১ ধরনের আলামতের ডিএনএ পরীক্ষাও সম্পন্ন হয়েছে। ওইসব প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে ডিবি পুলিশ। প্রতিবেদন হাতে পাওয়া গেলেই এ ঘটনায় গ্রেপ্তারকৃত এবং সন্দেহভাজন বেশ কয়েকজনের সঙ্গে ডিএনএ প্রোফাইলিং করা হবে। তবে এসব পুলিশি ভাষ্য আশ্বস্ত করতে পারছে না অভিজিতের পরিবার-পরিজনকে। কারণ এফবিআইয়ের রিপোর্ট, ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষায় থাকার কথা পুলিশের পক্ষ থেকে অনেকদিন ধরেই বলা হচ্ছে। কিন্তু সে অপেক্ষার অবসান হচ্ছে না।
উল্লেখ্য যে, এর আগে প্রায় একই কায়দায় দেশের অনেক বিশিষ্ট ব্যক্তির ওপর হামলা হয়েছে। বইমেলা থেকে ফেরার পথে লেখক অধ্যাপক হুমায়ুন আজাদকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। গত কয়েক বছরের মধ্যে ব্লুগার আহমেদ রাজীব হায়দার, ধর্মীয় বক্তা মাওলানা নূরুল ইসলাম ফারুকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ কে এম শফিউল ইসলামসহ আরো কয়েকজনকে একইভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসব হত্যা মামলার তদন্তের অগ্রগতি ও অপরাধীদের ধরার ক্ষেত্রে পুলিশের ব্যর্থতার চিত্র দেখে আমাদের কেবল হতাশই হতে হচ্ছে। এভাবে যদি দেশের মুক্তমনা লেখকরা খুন হতে থাকেন আর খুনিরা শাস্তি না পায় তাহলে তো দেশে বুদ্ধিবৃত্তিক চর্চা উঠে যাবে। অভিজিৎ হত্যা মামলার তদন্তে এফবিআইয়ের সহায়তা আমাদের আশাবাদী করেছিল। কিন্তু এক বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকা আমাদের আবারো হতাশ করছে। আমরা মনে করি, একের পর এক একই কায়দায় সংঘটিত খুনের রহস্য উদঘাটিত না হওয়া, খুনিরা শাস্তি না পাওয়াই খুনের পথ প্রশস্ত করছে। আমাদের দাবি, অবিলম্বে^ অভিজিত রায়ের খুনিদের শনাক্ত করে বিচারাধীন করা হোক।