বিনোদন ডেস্ক :
ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী জনপ্রিয় মালায়ালাম অভিনেত্রী কল্পনা রাঞ্জানী আর নেই। ২৫ জানুয়ারি, সোমবার হায়দারাবাদে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
হায়দারাবাদে একটি তেলেগু সিনেমার শুটিং করছিলেন কল্পনা। পাশাপাশি সেখানে ‘হাইফা’ অ্যাওয়ার্ডেও অংশগ্রহণের কথা ছিল তার। সোমবার সকালে কল্পনাকে হোটেলে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর তাকে দ্রুত হায়দারাবাদের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
১৯৮৩ সালে এম.টি ভাসুদেবান নায়ার পরিচালিত মাঞ্জ সিনেমার মধ্য দিয়ে মালায়ালাম সিনেমা জগতে পা রাখেন কল্পনা। মালায়ালাম, তামিল, তেলেগু ভাষার প্রায় ৩০০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার সবশেষ অভিনীত সিনেমা চার্লি এখনো কেরালার সিনেমা হলগুলোতে প্রদর্শীত হচ্ছে। থানিচালা নিজান সিনেমায় প্বার্শ চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।
মালায়ালাম সিনেমায় কমেডি চরিত্রে অভিনয়ের জন্যই তিনি বেশি জনপ্রিয়। সম্প্রতি ঊষা উত্থাপের সঙ্গে একটি গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন তিনি। এছাড়া ‘নিজান কল্পনা’ নামে নিজের একটি আত্মজীবনীও প্রকাশ করেছেন তিনি।