
১৮ শত কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী। তীব্র শীতে সাধারণ অসহায় মানুষ যখন কষ্ট করছেন ঠিক এমন সময় মেয়রের এ মহতি উদ্যোগ সমাজে প্রশংসিত হচ্ছে।
মেয়রের কম্বল বিতরণের ধারাবাহিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারি) বাশী,চরবাশী,ধলিয়াটা,খোয়ারিয়া গ্রামের ১৬০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মুক্তার আলী, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলু খান, এলেঙ্গা পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল জলিল, যুবলীগ নেতা আতিকুর রহমান লাবু প্রমুখ।
এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ- আলম সিদ্দিকী জানান,
গত কয়েকদিনে ভাবলা, চরভাবলা, এলেঙ্গা সদর, হাকিমপুর, রৌহা, এলেঙ্গা প্রকৌশলি ইউনিয়নের শ্রমিকসহ এলেঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এখন পর্যন্ত প্রায় ১২ শত শীতার্ত মাঝে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করেছি। আরও ছয়শো কম্বল বিতরণ বাকী রয়েছে।
তিনি আরও জানান অসহায় মানুষের পাশে অতীতেও ছিলাম ভবিষ্যতেও থাকবো।