ভ্রাম্যমান প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের ভবনে অগ্রণী ব্যাংকের শাখা বহাল রাখতে মরিয়া হয়ে ওঠেছে গ্রাহক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তারা একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ কর্মসূচি পালন করেছেন।
জানাগেছে, বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়টির বাড়তি কোন আয় নেই। বিগত ১৯৮১ সালে আইসড়া বাজারে আইসড়া উচ্চ বিদ্যালয়ের ভবনে অগ্রণী ব্যাংকের শাখা স্থাপন করা হয়। শাখাটির কাছ থেকে পাওয়া টাকা বিদ্যালয়ের অতি প্রয়োজনীয় খাতে ব্যয় করা হয়। সম্প্রতি শাখা কর্তৃপক্ষ জায়গা বাড়ানো ও নিরাপত্তার স্বার্থে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ব্যাংকের জন্য ভবন নির্মাণ করে দেয়ার অনুরোধ জানায়। ব্যাংক কর্তৃপক্ষের ইচ্ছানুযায়ী বিদ্যালয়ের দ্বিতীয় তলায় বর্ধিত কলেবরে রুম নির্মাণ কাজ শুরু করে। কিন্তু অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক এসকান্দার হায়াত খান স্থানীয় জনৈক ব্যক্তির কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে শাখাটি একটি ব্যক্তি মালিকানাধীন ভবনে স্থানান্তরের জন্য উর্ধতন কর্তৃপক্ষে কাছে প্রতিবেদন পাঠান এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে দ্বিতল ভবন নির্মাণ না করলে বিদ্যালয় ভবনে শাখা রাখা সম্ভব নয় বলে পত্র দেন। বিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয় তলায় ভবন নির্মাণ করলেও ব্যাংকের সাবেক ব্যবস্থাপক এসকান্দার হায়াত খান শাখাটি অন্যত্র সরানোর উদ্যোগ নেন। এতে বিদ্যালয়ের আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দেয়ায় ব্যাংকের স্থানীয় সহ¯্রাধিক গ্রাহক, বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী প্রতিবাদ জানায়। এতে কর্ণপাত না করায় তারা একের পর এক সভা, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
স্থানীয়দের আন্দোলনের খবর পেয়ে গত ২২ জুলাই অগ্রণী ব্যাংকের ময়মনসিংহ সার্কেলের জিএম মো. হুরমুজ মিয়া, টাঙ্গাইল জোনাল অফিসের ডিজিএম মো. মনিরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা সরেজমিনে ব্যাংক পরিদর্শনে যান। খবর পেয়ে এলাকার কয়েক হাজার লোক জমায়েত হয়ে শাখাটি আইসড়া বিদ্যালয়ের ভবনে রাখার দাবি জানায়। এ সময় একই দাবির সমর্থনে স্থানীয় সহ¯্রাধিক ব্যাংক গ্রাহকের স্বাক্ষর সম্বলিত পত্রও উপস্থিত উর্ধতন কর্মকর্তার কাছে দেয়া হয়। আন্দোলনকারিদের সাথে কথা বলে জানাগেছে, শাখাটি অন্যত্র সরানোর ষড়যন্ত্রকারিদের তারা যেকোনমূল্যে প্রতিরোধ করবেন। প্রয়োজনে অবস্থান, অনশন, অবরোধ ও হরতাল কর্মসূচি সহ কঠোর কর্মসূচি পালন এবং অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বিস্তারিত অবহিত করবেন।