গণবিপ্লব রিপোর্টঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সংগঠন ‘জয় বাংলা Facebook যোদ্ধা public গ্রুপ’ আওয়ামীলীগের দলীয় প্রচার-প্রচারণায় সেরা অবস্থানে পৌঁছে গেছে। জানাগেছে, সম্প্রতি আওয়ামীলীগের দলীয় প্রচারণা চালানো ফেসবুক গ্রুপ গুলো নিয়ে এক জড়িপ চালানো হয়। ওই জড়িপে ২ লাখ ৮০ হাজার সদস্যের ‘জয় বাংলা Facebook যোদ্ধা public গ্রুপ’ ১ নম্বর বিবেচিত হয়। এ গ্রুপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ, আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন, যুদ্ধাপরাধীদের বিচার ইত্যাদি বিষয়ে স্ট্যাটাস পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’-এ তোলপাড় সৃষ্টি করেছে। ‘জয় বাংলা Facebook যোদ্ধা public গ্রুপ’র প্রচারণায় সরকার ও দলের যে কোন তথ্য দ্রুত সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছে। এতে সরকারের নানা উন্নয়নের প্রচার যেমন হচ্ছে তেমনই আওয়ামীলীগের তথ্য পেয়ে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে। ‘জয় বাংলা Facebook যোদ্ধা public গ্রুপ’র অ্যাডমিনরা জানান, অভিজ্ঞ অ্যাডমিন প্যানেল দিয়ে গ্রুপ পরিচালনা ও আওয়ামী চেতনার সদস্যদের সহযোগিতায় এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। আগামীতে তারা আরো সতর্ক ও অধিক তৎপর হয়ে দেশ উন্নয়নে অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।