গণবিপ্লব রিপোর্টঃ টাঙ্গাইলে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে গতকাল শনিবার তিনদিন ব্যাপী তাবলিগি ইজতেমা সম্পন্ন হয়েছে। দুপুর ১২টায় আখেরী মোনাজাত পরিচালনা করেন, ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগ জামাতের মুরুব্বী হাফেজ মওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। এরআগে ইজতেমা প্রাঙ্গণে যৌতুক বিহীন বিয়ে পড়ানো হয়।
আখেরী মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই দলে দলে মুসল্লিরা ইজতেমায় আসতে থাকেন। সকাল ১০টার মধ্যেই ইজতেমার মূল প্যান্ডেল ঈদগাহ ময়দান কানায় কানায় পুর্ণ হয়ে যায়। পরে মূল ময়দানে জায়গা না পেয়ে অনেক আশপাশের সড়ক ও উচু ভবনের ছাদে বসে আখেরী মোনাজাতে অংশ নেন। মোনাজাতে মহিলাদের অংশগ্রহনও ছিল উল্লেখযোগ্য।
টাঙ্গাইল ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার(২৯ অক্টোবর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া ইজতেমা স্থল ও আশপাশের এলাকা বুধবার(২৮ অক্টোবর) সন্ধ্যার আগেই কানায় কানায় ভরে যায়। মুসল্লিরা ইজতেমার মূলস্থল ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে স্থানীয় আউটার স্টেডিয়াম, ভাসানী হল চত্ত্বর, পৌরউদ্যানসহ এর আশপাশের রাস্তায় তাবু টানিয়ে বসে পড়েন।
ইজতেমা স্থলে আয়োজক ও বিভিন্ন সংগঠনের প থেকে বিনামূল্যে বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও পয়নিস্কাশনের ব্যবস্থা করা হয়।
ইজতেমা উপলে প্রশাসনের প হতে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
উল্লেখ্য, টঙ্গীর তুরাগ পাড়ের আসন্ন বিশ্ব ইজতেমার অংশ হিসেবে তাবলিগ জামাত টাঙ্গাইল ঈদগাহ ময়দানে এ ইজতেমার আয়োজন করে।
তিন দিনব্যাপী ইজতেমায় দেশের বিশিষ্ঠ আলেম ও ওলামাগন বয়ান করেন। এ ইজতেমায় ৪ লক্ষাধিক মুসল্লি অংশ নেন। দেশের বাইরে থেকে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশের মুসল্লিরা ইজতেমায় শরিক হন।