গণবিপ্লব রিপোর্টঃ আগামীকাল এবারের পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। ইসলাম ধর্মের রীতি অনুযায়ী প্রতিবারই রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালিত হয়। রমজান মাস জুড়ে কঠোর সিয়াম সাধনা আর ইবাদত বন্দেগীর পর জুমাতুল বিদা’র দিনে ধর্মপ্রাণ কোটি কোটি মুসল্লি এই পবিত্র মাসকে বিদায় জানাতে সকল মসজিদে জুমার নামাজ আদায় করবেন। সারা দেশের সকল মসজিদের ন্যায় কালিহাতীর ছাতিহাটী জামে মসজিদেও জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। উল্লেখ্য, কালিহাতী উপজেলার ছাতিহাটী জামে মসজিদের সভাপতি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এমপি ও সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় যুগ্ম-মহাসচিব মো. মোশারফ হোসেন সিদ্দিকী।