গণবিপ্লব রিপোর্টঃ
আগামী ২৮ মার্চ অনুষ্ঠেয় বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় সম্মেলন নিয়ে সর্ব মহলে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। এক-এগারোর পটপরিবর্তনের জটিল পরিস্থিতিতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতৃত্বে আসেন সৈয়দ আশরাফ। শেখ হাসিনা ও আবদুল জলিল (সে সময়ের সাধারণ সম্পাদক) কারাবন্দি থাকাকালে জিল্লুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি ও সৈয়দ আশরাফুল ইসলাম পালন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব। পরে ২০০৯ সালের ২৪ জুলাইয়ের জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ। ২০১২ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সম্মেলনে আবারও একই পদে নির্বাচিত হন তিনি।
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক পদে কি আবারও সেই পুরনো মুখ? নাকি নতুন কেউ আসছেন? দলের ভেতর নানা আলোচনা, গুঞ্জন। দলের একটি অংশ বলছে, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফই বহাল থাকছেন তার পদে। তবে নেতাদের কেউ কেউ জোরের সঙ্গে বলছেন, পরিবর্তন আসছে। দলের সভাপতিমন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাকের নাম এ ক্ষেত্রে বিবেচনায় আছে বলেও দাবি করছেন নেতারা। জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে আসা কাউন্সিলরদের ভোটে দলের নেতৃত্ব নির্বাচনের বিধান আছে। ভোটের মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচনের কথা থাকলেও সভাপতি পদে শেখ হাসিনা যে আবার নির্বাচিত হচ্ছেন, তা বলাই যায়। কারণ, দলের ভেতর তাকে চ্যালেঞ্জ করে অন্য কারও প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম আভাষ নেই।
কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ পদ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এ পদে আসার জন্য নানামুখী তদবিরও চলছে দলের নীতিনির্ধারণী পর্যায়ে। তবে সবকিছুই নির্ভর করছে দলের সভাপতির ওপর। একমাত্র তিনিই জানেন কী হতে যাচ্ছে আগামী জাতীয় সম্মেলনে। তবে জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা হলেও পরিকল্পনা অনুযায়ী এই সম্মেলন হবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন নেতারা। কারণ, আওয়ামী লীগ ২৮ মার্চ জাতীয় সম্মেলনের ঘোষণা দিলেও ওই সময় দেশে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে জাতীয় সম্মেলন পেছাতেও পারে বলে জানিয়েছেন নেতারা।
সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিতি আছে সৈয়দ আশরাফের। দুর্নীতি-ক্ষমতার অপব্যবহারের কোনো অভিযোগও নেই তার বিরুদ্ধে। তাই এবারও শেখ হাসিনার পছন্দের তালিকায় সৈয়দ আশরাফ আছেন, বলছেন দলের নেতাদের একটি অংশ। তবে দলে সৈয়দ আশরাফের নিষ্ক্রিয়তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে আছে সমালোচনা-ক্ষোভ। সাধারণ সম্পাদকের সঙ্গে তৃণমূল নেতা-কর্মীদের দূরত্বের বিষয়টিও নতুন নয়। নেতা-কর্মীরা সমস্যায় পড়ে অনেক সময় সঠিক দিকনির্দেশনা পান না। দলীয় সূত্র জানায়, এসব দিক বিবেচনায় সৈয়দ আশরাফের বিকল্প খোঁজার চিন্তাও আছে দলে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দেওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল দলের সাধারণ সম্পাদক পদও হারাতে বসেছেন তিনি। তবে শেষ পর্যন্ত আর সেটি হয়নি তখন।
এবার যদি পরিবর্তন আসে, তাহলে কে আসছেন নেতৃত্বে? সর্বাগ্রে আলোচনায় আসছে ওবায়দুল কাদেরের নাম। আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের দুই দফা সভাপতির পদ সামলেছেন তিনি। রাজনীতিক হিসেবে তার সক্রিয়তা নিয়েও প্রশ্ন নেই। তবে কথা বেশি বলেন এমন অভিযোগ আছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ব্যাপারে। অতিরিক্ত কথা বলার কারণে বিভিন্ন সময় সমালোচনার দায়ও এড়াতে পারেননি এই মন্ত্রী। একসময় দলের সভাপতি শেখ হাসিনার বেশ আস্থাভাজন ছিলেন ওবায়দুল কাদের। বিশ্বাসীও ছিলেন বটে। এক-এগারোতে রাজনৈতিক পটপরিবর্তনের সময় অনেকের মতো তিনিও বিতর্কিত হন। সেই থেকে শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্কের বোঝাপড়ায় দূরত্ব বাড়লেও সাধারণ সম্পাদক হওয়ার বাসনা থেকে দূরে সরেননি দলের সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদক। বরং বেশ কয়েকবার দলের সাধারণ সম্পাদক হওয়ার চেষ্টা করেছেন, এখনও করে যাচ্ছেন।
ওবায়দুল কাদেরের অনুসারী-অনুগামীরা মনে করেন, সাংগঠনিক নানা কর্মকান্ডে ওবায়দুল কাদেরের ভূমিকার জন্য তিনি সাধারণ সম্পাদক হওয়ার যোগ্য। গত ডিসেম্বরে পৌরসভা নির্বাচন পরিচালনায় দলের সমন্বয়কের দায়িত্ব পালনের সময় থেকেই দলীয় সভাপতির কার্যালয়েও সময় দিচ্ছেন প্রতিনিয়ত। পদপদবি না পাওয়া মনঃক্ষুন্ন সাবেক ছাত্রনেতাদের রাজনীতির মাঠে সক্রিয় করছেন তিনি। আওয়ামী লীগ নেতারা বলছেন, সম্মেলনের তারিখ ঘোষণার পরই দলে আরও বেশি সক্রিয় হন ওবায়দুল কাদের। দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি নেতা-কর্মীদের নিয়মিত সময় দিচ্ছেন। দলের কৃষিবিষয়ক সম্পাদক সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক আছেন আলোচনার কেন্দ্রে। ব্যক্তি হিসেবে স্বচ্ছ ভাবমূর্তির এই নেতা বিগত সময়ে দলের কর্মকান্ডে বেশ সক্রিয়। তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তার যোগাযোগ-সম্পর্ক ভালো। সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমন্বয়কের দায়িত্বে ছিলেন তিনি। ওই নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে সৃষ্ট বিরোধ সফলতার সঙ্গে মিটিয়েছিলেন তিনি। অধিকাংশ ওয়ার্ডে দল সমর্থিত একক কাউন্সিলর প্রার্থী নিশ্চিত হয়েছিল এ নেতার দূরদর্শী সাংগঠনিক নেতৃত্বের মধ্যে দিয়ে। শুধু নির্বাচন নয়, ঢাকা দক্ষিণের সিটি করপোরেশনের অধীনে সব থানা ওয়ার্ডের নেতা-কর্মীরা সুসংগঠিত হয়ে দলীয় সমর্থিত প্রার্থীর বিজয়ে কাজ করার পেছনে তার অবদানই বেশি। এ সব সাংগঠনিক কর্মকান্ডে সফলতার কারণে আবদুর রাজ্জাক দলীয় হাইকমান্ডের ‘গুড বুকে’ আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
তাছাড়া বিগত কয়েক মাসে ঢাকার বাইরে আওয়ামী লীগের তৃণমূল সম্মেলনে রাজ্জাককে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের ভেতর আলোচনা আছে যে, ধীরে ধীরে কেন্দ্রের গুরুত্বপূর্ণ নেতৃত্বের জন্য আবদুর রাজ্জাককে তৈরি করছেন শেখ হাসিনা। নেতৃত্বের ধারাবাহিকতা রাখার জন্যই স্বচ্ছ ভাবমূর্তির এই নেতাকে তুলে আনার চেষ্টা হচ্ছে। ২০০৯ সালের সম্মেলনের পর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক নির্বাচিত হোন আবদুর রাজ্জাক। এরপর ২০১২ সালের ২৯ ডিসেম্বরের সম্মেলনেও একই পদে পুনঃনির্বাচিত হন। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর আওয়ামী লীগের এক নেতা এই সময়কে বলেন, ‘ব্যক্তি হিসেবে আবদুর রাজ্জাক সজ্জন। দলে তার ভাবমূর্তিও ইতিবাচক। দলের প্রতি প্রতিশ্রুতিশীল এই নেতার সাংগঠনিক দক্ষতা নিয়েও কোনো প্রশ্ন নেই। তার মতো একজন সক্রিয় রাজনীতিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলে দলের জন্য খারাপ হবে না।’
২০১২ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কার্যনির্বাহী সংসদের মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়েছে। ডিসেম্বরে সম্মেলন করার কথা থাকলেও পৌরসভা নির্বাচনের কারণে তা হয়নি। গত ৯ জানুয়ারি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ২৮ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ২০তম সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর দলের কার্যনির্বাহী সংসদের সভায় ডিসেম্বরে জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত হয়। কিন্তু পৌর নির্বাচনের কারণে তা পিছিয়ে যায়।