বুলবুল মল্লিকঃ
আজ পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব, স্বাগত ১৪২৩ বঙ্গাব্দ। বসন্ত বিদায় নিয়েছে তার সব রূপ-রঙ নিয়ে। প্রকৃতিতে ধীরে ধীরে বাড়ছে খরতাপ রুদ্ররূপে। এসে গেল আরেক বৈশাখ। মহাকালের রথ তার যাত্রাপথে পেরিয়ে যাচ্ছে বাংলা ১৪২২ সনের সীমানা। আজ বৃহস্পতিবার, পহেলা বৈশাখ, ১৪২৩ বঙ্গাব্দের প্রথম দিন। বৃহস্পতিবার ভোর থেকে আরেকটি নতুন বছরের পরিক্রমা শুরু হচ্ছে বাঙালির বর্ষপঞ্জিতে। বাংলা ভাষাভাষী মানুষের জীবনে আসছে নতুন বছরের উৎসবের রঙিন দিন। দিনভর সারাটা দেশ মেতে রইবে নাচে-গানে, উৎসবে-আনন্দে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই উৎসবের রঙে মিলেমিশে একাকার হয়ে যাবে। এদিন শুধু আনন্দ-উচ্ছ্বাসই নয়, সব মানুষের জন্য কল্যাণ কামনারও দিন। কালের পরিক্রমায় বাংলা ১৪২২ সালকে বিদায় জানানোর পাশাপাশি নতুনের আবাহনে আনন্দ-উচ্ছাসে মেতে উঠবে জাতি। সুখ-শান্তি-সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়েই মহাধুমধামের সঙ্গে বাঙালি উদযাপন করবে নববর্ষ। একে অন্যকে বলবে শুভ নববর্ষ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব, সর্বজনীন উৎসবও। প্রতিবছর এ উৎসব বহু মানুষের অংশগ্রহণে বিপুল থেকে বিপুলতর হয়ে উঠছে। পহেলা বৈশাখ ছাড়া এত বড় সর্বজনীন উৎসবের উপলক্ষ বাঙালির আর নেই। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালি তার আপন সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে জাতিসত্তার পরিচয়কে নতুন তাৎপর্যে উপলব্ধি করে- গৌরববোধ করে। এই গৌরব ও চেতনাই বাঙালিকে প্রেরণা জোগায় আপন অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে।
আজ রাজধানীসহ সারা দেশের সাথে সমন্বয় রেখে টাঙ্গাইলেও সব বয়সী মানুষ সাড়ম্ব^রে উৎসবে, আনন্দে মেতে উঠবে। পোশাক-পরিচ্ছদ, খাওয়া-দাওয়া, গানবাদ্য সব কিছুতেই প্রাধান্য পাবে বাঙালিয়ানা। আড্ডা, আমন্ত্রণ, উচ্ছ্বাসে কেটে যাবে দিন-রাত। শহরবাসীর গৎবাঁধা জীবনযাত্রায় যোগ হবে ভিন্নতার স্বাদ। নতুন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে পুরনো বছরের প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব কষে জাতি বৃহস্পতিবার থেকে হৃদয়ে বুনবে নতুন আশার বীজ। গ্রাম থেকে শহর, নগর থেকে বন্দর, গলি থেকে রাজপথ, আঁকাবাঁকা মেঠো পথ থেকে প্রকৃতির মাঝে মিলবে বৈশাখী আনন্দের উন্মাদনা।
টাঙ্গাইল জেলা প্রশাসনও পহেলা বৈশাখে নববর্ষ বরণ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, মঙ্গল শোভাযাত্রা, লাঠিখেলা, গ্রামীণ মেলা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পান্তা-ইলিশ ভক্ষণ, ৭ দিন ব্যাপি বৈশাখী মেলা ইত্যাদি।
জেলার সর্বত্র কাকডাকা ভোর থেকে পশ্চিমাকাশে সূর্য বিদায় না নেয়া পর্যন্ত নববর্ষের আনন্দে হারিয়ে যাবে শিশু-কিশোর তরুণ-তরুণী, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধাসহ সব শ্রেণির সব পেশার ও সব ধর্মের মানুষ। এই একটি মাত্র অসম্প্রদায়িক উৎসব জাতির জীবনে শুধু উৎসবের আনন্দই বয়ে আনে না, বয়ে আনে মানুষে মানুষে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সেতুবন্ধন তৈরির এক অনন্য সুযোগ।
বাংলা নববর্ষ উপলক্ষে উৎসবের সাজে সেজেছে জেলা শহর। জেলা-উপজেলা থেকে শুরু করে গ্রামবাংলার হাটবাজারেও অনুষ্ঠিত হবে হালখাতা উৎসব। জেলায় পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। নববর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার(১৪ এপ্রিল) সরকারি ছুটির দিন। সরকারি-বেসরকারি টেলিভিশন ও রেডিওগুলো এ উপলক্ষে প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে ক্রোড়পত্র ও বিশেষ নিবন্ধ। নির্বিঘ্ন উৎসব পালনে দেশব্যাপি কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।