২৮ পূর্ণ করলেন। রোজারিও-র সাধারণ এক পরিবারে জন্ম। বাবা জর্জে মেসি ও মা সেলিয়ার চার সন্তানের মধ্যে লিও মেসি তৃতীয়। মাত্র চার বছর বয়সে স্থানীয় ক্লাব গ্রান্দোলিতে ভর্তি হয়েছিলেন ফুটবল শিখতে। তার আগে অবশ্য দুই দাদা রডরিগো এবং মাতিয়াসের সঙ্গে খেলতেন ফুটবল। স্থানীয় ক্লাবে মেসির প্রথম কোচ ছিলেন তাঁর বাবাই। তারপর? বাকিটা শুধুই এগিয়ে যাওয়ার গল্প। আধুনিক ফুটবলের মুখ হয়ে ওঠার কাহিনী। বিশেষ দিনটায় উৎসব করে কাটানোর ফুরসত নেই তাঁর। কারণ, আপাতত তিনি ব্যস্ত কোপায়। ২৭ জুন ফাইনালের প্রস্তুতিতে কোনো রকমের ফাঁক রাখতে চান না। শপথ নিয়েছেন, আর্জেন্টিনার ২৩ বছরের ট্রফির খরা কাটাবেন।
সূত্র: আজকাল