
টাঙ্গাইলের গণমানুষের প্রিয় ব্যক্তি তরুণ আওয়ামীলীগ নেতা শহীদ আমিনুর রহমান খান বাপ্পী’র ১৮তম শাহাদত বার্ষিকী আজ রোববার (২১ নভেম্বর) । এ উপলক্ষে নানা র্কমসূচি ঘোষণা করছেনে প্রস্তুতি কমিটি।
শহীদ আমিনুর রহমান খান বাপ্পী’র ১৮তম শাহাদত বার্ষিকীর প্রস্তুতি কমিটির আহবায়ক মো. আজাহার আলী ও সদস্য সচিব কাউন্সলির মামুন জামান সজল জানান,২১ নভেম্বর শহীদ আমিনুর রহমান খান বাপ্পী’র ১৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রোববার সকাল ৮টায় কালো ব্যাজ ধারণ, সাড়ে ৮টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। ৯টায় শোকর্যালি, সাড়ে ৯টায় কবর জিয়ারত, ১০ টায় পবিত্র কোরআন তিলাওয়াত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে, সাড়ে ১১টায় কলেজ পাড়া পানির ট্যাংকে গণভোজ ও বাদ মাগরিবে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আবার দোয়া মাহফিলের আয়োজন করা হবে। কর্মসূচির প্রতিটি অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সাংসদ সদস্য আতাউর রহমান খান, মরহুমের পরিবারবর্গ ও ভক্ত অনুসারীরা।
উল্লেখ্য, ২০০৩ সালের ২১ নভেম্বর রাতে কলেজ পাড়া নিজ বাড়ীর সামনে সন্ত্রাসীদের হাতে নিহত হন শহীদ আমিনুর রহমান খান বাপ্পী।