গণবিপ্লব ডেস্কঃ রিয়েল লাইফে নয়, এবার রিল লাইফে দাউদ ইব্রাহিমের বোন সোনাক্ষী সিনহা। অপরাধ জগতের মূলপান্ডা দাউদ ইব্রাহিম ১৯৯৩-এর ওই ঘটনার পর থেকেই পলাতক। দাউদের মতোই তার বোন হাসিনাও কম যাননি। দাউদের দুই বোনের একজন হাসিনা ছিলেন আন্ডারওয়ার্ল্ডের কুইন। এবার সেই হাসিনাকে নিয়ে জীবনী ছবি বা বায়োপিক করতে যাচ্ছেন ‘শ্যুটআউট অ্যাট লোখান্ডেওয়ালা’ খ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া। ‘হাসিনা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন সোনাক্ষী সিনহা। আর এই বায়োপিকে দাউদের বোনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শত্রুঘœ-কন্যা। ‘অপরাধ জগৎ’এর প্রতি হঠাৎ করেই আগ্রহী হয়ে পড়েছেন সোনাক্ষী। ক্রাইম এই মুহূর্তে তাঁর নতুন প্যাশন। প্রথাগত রোমান্সের থেকে অনেকটাই দূরে সেই জগৎ। ২৮ বছরের সুন্দরী হঠাৎই এই জগতের প্রেমে পড়ে গিয়েছেন। ‘শুটআউট অ্যাট লোখন্ডেওয়ালা’-খ্যাত পরিচালক অপূর্ব লাখিয়ার পরবর্তী ছবি ‘হাসিনা’য় এক মহিলা ‘ডন’-এর ভূমিকায় অভিনয় করছেন সোনাক্ষী। ‘হাসিনা’ মূলত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকারের বায়োপিক। দাউদের দুই বোন- হাসিনা এবং সইদা পারকারের মধ্যে হাসিনা ছিলেন কার্যত ‘আন্ডারওয়ার্ল্ড কুইন’। মুম্বাইয়ের নাগপাড়া অঞ্চলে হাসিনা তাঁর আধিপত্য তৈরি করেছিলেন। ২০১৪-এ হাসিনা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের হেড কনস্টেবল মহম্মদ ইব্রাহিমের ১২জন সন্তানের মধ্যে সপ্তম হাসিনা কীভাবে এই ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন, সেটাই এই ছবির বিষয়। তবে সোনাক্ষীর কেরিয়ারে এটাই প্রথম আন্ডারওয়ার্ল্ড ছবি নয়। এর আগে তিনি ‘ওয়ান্স আপান আ টাইম ইন মুম্বাই’-য়ে দাউদ ইব্রাহিমের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘হাসিনা’-র শুটিং শুরু হতে পারে ২০১৬-এ।