গণবিপ্লব ডেস্কঃ ভালোবাসার জন্য মানুষ কী না করে। স¤্রাট শাহজাহান প্রেমের নিদর্শন স্বরূপ মমতাজকে নিয়ে নির্মাণ করেছিলেন তাজমহল। কেউ বা জীবনের ঝুঁকি নিয়ে পরস্পর মিলিত হয়। শেক্সপিয়রের রোমিও-জুলিয়েট নাটকটির কথা হয়তো আমরা ভুলে যাইনি। আর উপমহাদেশে শরতের দেবদাস-পার্বতী চরিত্রদ্বয় তো জনপ্রিয়তার দিক থেকে প্রশ্নাতীত।
আমাদের দেশে সচরাচর গোলাপ ফুল কিংবা চিঠি দিয়ে প্রেম নিবেদনের রেওয়াজ থাকলেও প্রেম নিবেদনের নতুন এবং অভিনব কৌশলও রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। আপেল খেলেই বুঝি প্রেম হয়! এমন আজগুবি কথা অনেকেই প্রথমবার শুনে থাকলেও বিষয়টি মোটেই মিথ্যা নয়। আর অস্ট্রিয়ার প্রেমিক-প্রেমিকারা তারই জ্বলন্ত নিদর্শন।
একেক দেশের ধরন একেক রকমের হলেও অস্ট্রিয়ার প্রেমিক-প্রেমিকারা এভাবেই প্রেম নিবেদন করে থাকে। আপেল খেলেই সেখানে উভয়ের মধ্যে জমে উঠে রোমান্স।
অস্ট্রিয়ায় মেয়েদের মধ্যে প্রেম নিবেদনের অদ্ভুত একটি রেওয়াজ আছে। গ্রামে ঐতিহ্যবাহী নাচের সময় মেয়েরা আপেল নিয়ে বগলের নিচে রাখে। কিছুক্ষণ পর সেই আপেল তুলে দেয় ভালো লাগার মানুষটির হাতে। আর ছেলেটি যদি ওই আপেলটি খায় তাহলে বুঝতে হবে সে প্রেম করতে রাজি।
মনের মানুষকে সঙ্গী করে নেয়ার জন্য মানুষ কীভাবে ভালোবাসার মানুষটিকে বিশেষ অনুভূতি জানায় এর উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে মজার কিছু তথ্য।
এদিকে, মেক্সিকোর কিকাপু উপজাতির পুরুষরা প্রেম করে শিস বাজিয়ে। যাকে পছন্দ তাকে শিস বাজিয়ে ডেকে নেয় প্রেমিক পুরুষটি। মেয়েটি সাড়া দিলে শুরু হয় প্রেমালাপ। তবে একবারও তারা পরস্পরকে ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেনা।
কিন্তু আশপাশে লোকজন কম থাকলে আকার-ইঙ্গিতেই একে অপরকে বলে দেয় ‘ভালোবাসি’। সূত্রঃ অনলাইন।