
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল হাই আকন্দকে বিজয়ী করতে বৃহৎ বেলটিয়া, গড়িলাবাড়ি ৭ নং ওয়ার্ডে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গসেতু পূর্ব পাথরঘাটে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাম তালুকদারের সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল হাই আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই (বড়), উপজেলা আওয়ামী লীগের সদস্য মোর্শেদা খানম ডলি, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সুলতান মাহমুদ, সহ সভাপতি জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুন্নাফ প্রামানিক, গোহালিয়াবাড়ী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ প্রামানিক, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক বাছেত মাস্টার, সদস্য রুবেল প্রামানিক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন প্রমুখ।
এসময় আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল হাই আকন্দকে বিজয়ী করা ছাড়া কোন বিকল্প নেই ।বিগত দিনে যারা নৌকা করে সুবিধা ভোগ করেছেন তারা নৌকার বিরোধিতা করবেন এটা কোন ভাবেই মেনে নেয়া হবে না। গোহালিয়াবাড়ী ইউনিয়নবাসী জানে এদেশে নৌকা ছাড়া আর কোন প্রতীকে উন্নয়ন হয় না।
আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই আকন্দ বলেন, গোহালিয়াবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের আমলেই উন্নয়ন হয়। আর এই উন্নয়ন বজায় রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে।