গণবিপ্লব ডেস্কঃ
এদেশের গুণী চলচ্চিত্র তারকা নিপুণ এখন বেছে বেছেই চলচ্চিত্রে কাজ করছেন। নতুন চলচ্চিত্রে অফার প্রসঙ্গে নিপুণ বলেন, প্রতিদিনই তো অফার আসছে। তবে সেগুলোর গল্প যেমন ভালো হয় না তেমনি টোটাল টিমটাও আমার পছন্দ হয় না। আর এখন অনেকেই আবার প্রযোজকের ব্যক্তিগত পছন্দে নায়িকা কাস্ট করে থাকে। এই রকম অস্থির সার্কাসই দেখে যাচ্ছি প্রতিদিন। আশা করছি এই অস্থিরতাগুলোও কাটিয়ে উঠে চলচ্চিত্রে সত্যিকার অর্থেই সুদিন আসবে।
উল্লেখ্য, আসছে নতুন বছরের শুরুতে মুক্তি পেতে পারে জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ অভিনীত ও জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি। এরইমধ্যে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়ে এর পোস্ট প্রোডাকশন প্রায় শেষের পথে। মধ্যপ্রাচ্য প্রবাসী সাধারণ বাংলাদেশিদের জীবনের একটি অধ্যায় নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি প্রসঙ্গে নিপুণ বলেন, ‘চলচ্চিত্রটির কাহিনি খুবই টাচি। চলচ্চিত্রটিতে কাজ করতে গিয়ে আমার মধ্যে একেবারেই অন্যরকম একটি অনুভূতি কাজ করেছে।’ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই চলচ্চিত্রটিতে নিপুণ ছাড়াও আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, আবুল হায়াতসহ অনেকে।