গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতি গত ১৮ এপ্রিল দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত ‘এমপি রানার ভূমিকায় ছোটমনি বড়মনি’ শিরোনামে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। বুধবার(২০ এপ্রিল) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানায়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি প্রমুখ। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।