গণবিপ্লব রিপোর্টঃ তাঁর আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী আহ্বান জানিয়ে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, আমি আওয়ামী লীগ করেছি আমার চেতনা থেকে। আমার দুটি সম্পদ একটি আওয়ামী লীগ আরেকটি কালিহাতীর জনগণ। আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেছে কিন্তু কালিহাতীর জনগণ আমাকে মন থেকে মুছে ফেলেনি। আমি বঙ্গবন্ধুর পায়ের তলে বসেছিলাম, জনগণের জন্য কাজ করেছি। বর্তমান অবস্থার জন্য কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। তিনি বলেন, দল আমাকে বোঝা মনে করেছে তাই বহিস্কৃত হয়েছি। আমার নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন ‘আমি সংসদে না থাকি’ তাই পদত্যাগ করেছি। কালিহাতীর মানুষ এই আপনারা লতিফ সিদ্দিকীকে সৃষ্টি করেছেন। আমার ৬১ বছরের রাজনৈতিক জীবনে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে লালন-ধারণ করেছি, এখনও করছি।
মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী আরো বলেন, আপনারা যদি আমাকে ভালবাসেন তবে কালিহাতীর উপনির্বাচনে আমার নেতা শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন আপনারা নিঃস্বার্থভাবে তাকেই সমর্থন দিবেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র মুক্ত একটি সুখী-সুন্দর সোনার বাংলা প্রতিষ্ঠিত হোক এটাই কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন । আমি আবার আপনাদের কাছে ফিরে আসব। তিনি শুক্রবার বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত তাঁর সমর্থক নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, আজ কোন জনসভা বা সমাবেশের আয়োজন করা হয়নি। আমাকে আপনারা ভালবাসেন, আমার কালিহাতী আসার সংবাদে তাই ছুটে এসেছেন। আমিও আপনাদের ভালবাসি, আমি অসুস্থ আগামী সোমবার(১৪ সেপ্টেম্বর) চিকিৎসার জন্য দিল্লি যাব, যাবার আগে কালিহাতীর মানুষের কাছে দোয়া প্রার্থনার জন্যে এসেছি। কোন স্বার্থের জন্য নয়, ক্ষমতার জন্য নয়।
সাবেক ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী আবদুুল লতিফ সিদ্দিকী আরো বলেন, আমি আর রাজনৈতিক ব্যক্তি নই। আওয়ামীলীগ থেকে আমাকে বহিস্কার করেছে। দলের এই সিদ্ধান্ত আমি অবনত মস্তকে মেনে নিয়েছি। দলের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। টাঙ্গাইল-৪(কালিহাতী) শূণ্য আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ ও শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে আমি এবং আমার অনুসারিরা তার পক্ষেই কাজ করব। তার অনুজ বঙ্গবীর কাদের সিদ্দিকীর উপ-নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, আমার ভাই নেই, বাবা নেই, মা নেই, বোন নেই, জনগনই আমার সব। ব্যক্তি লতিফ সিদ্দিকীর অনেক কিছু আছে। কিন্তু রাজনীতিক লতিফ সিদ্দিকীর জনগন ছাড়া কিছু নেই। আমি এখন ব্যক্তি লতিফ সিদ্দিকী হয়ে গেছি। কারণ দল আমাকে বহিস্কার করেছে। সুতরাং আমি আর রাজনৈতিক কোন ব্যক্তি নই, রাজনৈতিক কোন কথা বলব না।
গত বছরের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির অনুষ্ঠানে বক্তব্যের বিষয়ে তিনি বলেন, প্রায় ৯০ মিনিটের বক্তব্যের খন্ডিত, বিকৃত ও জোড়া দেয়া আড়াই মিনিটের বক্তব্য প্রচার করা হয়েছে।
এদিকে, সাবেক এই মন্ত্রীর পেছনে সরকারি বা প্রসাশনিক কোন প্রটোকল না থাকলেও ৫ শতাধিক মোটরবাই ও ২০-২২টি গাড়ির বহর ছিল। মাটি ও মানুষের নেতা লতিফ সিদ্দিকী কালিহাতী পৌঁছলে কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মীর মিজানুর রহমান, কালিহাতী বিআরডিবি চেয়ারম্যান আফাজ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরন্নবী সরকার, এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফ আহম্মেদ রাজু সহ কালিহাতীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ উপস্থিত নেতাকর্মী ও অনুসারীরা জয়বাংলা শ্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। মন্ত্রীত্ব থাকার সময়ও এতো তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে দেখা যায়নি।
পরে তিনি নিজ গ্রাম কালিহাতী উপজেলার ছাতিহাটীতে বাবা-মায়ের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এর আগে আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া মাজার জিয়ারত ও আটিয়া জামে মসজিদে জুমআ’র নামাজ পড়েন এবং মওলানা ভাসানীর মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।
প্রকাশ, আবদুল লতিফ সিদ্দিকী কালিহাতী আসার সংবাদে ৫-৬ হাজার লোক তাঁকে দেখতে ও কথা শুনতে কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়।
উল্লেখ্য, নিউ ইয়র্কে ঘরোয়া এক সভায় হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় আবদুল লতিফ সিদ্দিকী প্রথমে মন্ত্রীত্ব, দলের প্রেসিডিয়াম ও সদস্য পদ হারান। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর তিনি জাতীয় সংসদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।