মানিক মিয়াঃ
“বই পড়ুন, আলোকিত মানুষ গড়ুন” এ প্রত্যয় নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। মানুষকে বই পড়ায় আগ্রহী করতে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ ইলাহীর পরিকল্পনা ও বাস্তবায়নে নাগরপুরে একটি সমৃদ্ধ পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করা হয়। ইউএনও তৌহিদ ইলাহীর নেতৃত্বে বুধবার (১২ জুলাই) সকালে উপজেলা ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পুকল কান্তি চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান জিয়াসমিন আক্তার জোৎস্না, পিআইও মো. জিল্লুর রহমান রাশেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন, শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, প্রধান শিক্ষক শম্ভু নাথ সাহা, প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, প্রভাষক মো. আনিসুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।