*মু.জোবায়েদ মল্লিক বুলবুল*
স্বাগত ২০১৬। তীব্র শৈত্যের হিমেল কুয়াশাভেজা বাংলদেশে রাজনৈতিক কুহেলিকা, দ্বন্দ্ব ও অনিশ্চয়তার চাপা উদ্বেগ-উত্তাপ-উত্তেজনার মধ্যে পৌর ভোটের সফল মিমাংশায় এসেছে আশা জাগানিয়া আরেকটি নতুন বছর। কালের গর্ভে নিমজ্জিত হল ২০১৫ খ্রিস্টাব্দ। অতীত হয়ে গেল আরো ৩৬৫টি দিন। দূরে সরে যাওয়া দিনগুলো মোটেও চিরতরে হারিয়ে যায় না, বিলীন হয়েও যায় না। ওরা আমাদের কাছ থেকে সরে গেলেও আশ্রয় নেয় এমন একটি স্থানে যেটিকে আমরা নাম দিয়েছি ইতিহাসের পাতা। মানুষের সুদূর থেকে একেবারে নিকট অতীতের প্রতিটি দিন, মাস, বছর, শতক, সহ¯্রাব্দ এভাবেই ইতিহাসের পাতায় জড়ো হচ্ছে, পাতা ভারি করছে। মানুষ আপন প্রয়োজনেই ইতিহাসের পাতা খুলে প্রয়োজনীয় অতীতকে জেনে নেয়, চিনে নেয়; গ্রহন করে একান্ত প্রয়োজনীয় টুকু।
নতুন বছরের শীতার্ত সূর্যোদয় সঙ্গে নিয়ে এসেছে বিগত বছরের রাজনৈতিক বিভেদ ও নির্বাচনী ব্যবস্থা প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থানের সিদ্ধান্তহীন চক্র থেকে বের হয়ে ঐকমত্যে পৌঁছার চ্যালেঞ্জ। একদিকে শান্তি, গণতন্ত্র, সমন্বয়ের আশাবাদ ও হৃদকুটিয়ে জাগানিয়া স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় এবং অন্যদিকে রাজনৈতিক সংঘাত, দ্বৈরথ ও ধর্মান্ধ জঙ্গি বলয়ের কুৎসিত কিচিরমিচির আশঙ্কার মতো বিপরীতমুখী অনাকাঙ্খিত বাস্তবতায় আবর্তিত হয়েই আমাদের বরণ করতে হলো খ্রিস্টীয় নতুন বছরকে। শুভ ইংরেজি নববর্ষ।
সামনে নতুন বছরের পাতা ভরাট করার ইতিহাস। আমরা বর্ষ পরিক্রমার যে সন্ধিক্ষণে দাঁড়িয়েছি, পৃথিবীর সব মানুষের অনুভূতি এই সময়ে প্রায় একই রকমের। এখানে পুরনো বছরটির ৩৬৫ দিনের ঘটনাপঞ্জি বিশাল আকার নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের ব্যক্তি পরিবার, নিকটজন, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব সভ্যতার অজ¯্র ঘটনার সমারোহ ঘটেছে, তাতে সাফল্য ও ব্যর্থতার নানা দিক রয়েছে। অনেক হারানোর বেদনা যেমন আছে প্রাপ্তির আনন্দও মোটেও কম নয়। গোটা বছরে সবারই জীবন এভাবেই একদিকে সমৃদ্ধ হয়েছে, অন্যদিকে কমবেশি ঘাটতিতেও থেকেছে। এটিই নিয়ম, এটিই স্বাভাবিক বিষয় এ ক্ষেত্রে সাফল্যকে দেখার মধ্যে আটকে থাকার সুযোগ যেমন তেমনি ব্যর্থতার কারণ অনুসন্ধানেরও প্রয়োজন রয়েছে। সেটি করা হলেও পরবর্তী বছর ব্যর্থতার পাল্লা সেভাবে আর ভারি হওয়ার সম্ভাবনা থাকবে না।
দুর্নীতি, সন্ত্রাস, জ্বালাও, পোড়াও, খুন-খারাবী, ক্ষমতা, গুম, হত্যা, লুটপাট, বিচার বহির্ভূত হত্যাকান্ড, পেট্রোল বোমায় জীবন্ত মানুষ দগ্ধ সহ অসংখ্য সমস্যার পাহাড় নিয়ে ২০১৫ সালের সূচনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বয়ে এনেছে বহু গুরুত্বপূর্ণ বার্তা। সহিংস রাজনৈতিক তৎপরতা আর প্রকাশ্য রাজপথে পেট্রোল বোমার নৃশংসতার প্রেক্ষাপটে গত বছর ছিল চরম উৎকন্ঠায়। উত্থান ও পতনের মধ্য দিয়ে চলমান বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এ বছরে ইতিবাচক না নেতিবাচক পথ বেছে নেবে, এমন কঠিন প্রশ্নের সাবলীল বর্ণনা মেলে রাজনৈতিক এলিটদের নানা কথামালায়। স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ নিজস্ব অর্থায়নে চলমানতাই প্রমাণ করে দেশ এগিয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে এখন আর তেমন কোন উচ্চবাচ্য নেই রাজনৈতিক অঙ্গণে। ভোটার বিহীন হলেও এগিয়ে যাওয়ার ¯্রােতধারায় ওই নির্বাচনটিরও একপ্রকার স্থায়ী বৈধতা পেয়ে গেছে জনারন্যে। বিশেষ করে গেল বছরের অন্তিমে অবশ্যম্ভাবী ঝঞ্জ¦াটযুক্ত পৌর ভোটের ভিন্ন মাত্রায় আয়োজন, সকলের অংশ গ্রহন ও সফলতায় সম্পন্নে এ স্থায়িত্ব বদ্ধমূল হয়েছে।
সুধী পাঠক চলুন এক নজরে সংক্ষিপ্তাকারে দেখে নেয়া যাক গেল বছরের টুকিটাকি, ২০১৫ সালটি আমাদের জাতীয় জীবনে কোনো সুখের অনুভূতি সৃষ্টির সম্ভাবনা নিয়ে শুরু হয়নি। বরং আতঙ্ক ও উদ্বেগকে সম্মুখে নিয়েই শুরু হয়েছিল। ২০ দলীয় জোট ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় সমাবেশসহ নানা প্রস্তুতি নিয়ে অগ্রসর হওয়ার কথা জানান দিচ্ছিল। তখনই বোঝা যাচ্ছিল, নতুন বছরটি বোধহয় সুখকর স্মৃতি নিয়ে শুরু হবে না। তেমন আতঙ্কের মধ্য দিয়েই ২০১৫ সালের শুরু হয়। ঢাকায় সেই সমাবেশকে কেন্দ্র করে ২০ দলীয় জোট ও সরকারের মুখোমুখি, পাল্টাপাল্টি অবস্থান দেখে বোঝা যাচ্ছিল মানুষের আতঙ্কের বাস্তবায়ন সমাসন্ন। শেষ পর্যন্ত সেটিই শুরু হল, ৫ জানুয়ারি পালন উপলক্ষে দেশে অবরোধ এবং হরতালের নতুন একটি সংকটের পর্ব শুরু হল, চারদিকে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার প্রতিশোধ নেয়া শুরু হয়ে গেল। এতে শতাধিক নিরীহ মানুষের প্রাণ পেট্রোল বোমায় কেড়ে নেয়া হল, অসংখ্য মানুষ ঢাকায় বার্ন ইউনিটে শুয়ে কাতরাতে কাতরাতে গোটা জাতিকেই যেন অভিশাপ দিচ্ছিল। ৯৩ দিন টানা ব্যর্থ অবরোধ এবং হরতালে চোরাগোপ্তা হামলা, পেট্রোলবোমার আতঙ্কই প্রধান উপসর্গ ছিল। সেই ৯৩ দিনে শতাধিক মানুষ যানবাহনে নিক্ষিপ্ত পেট্রোলবোমায় দগ্ধ হয়ে মারা গেলেন, এরচেয়ে বেশি মানুষ চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেলেন। সেই ৯৩ দিন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নিজ বাড়ি ছেড়ে গুলশান অফিসে একটানা থেকেছেন, অবরোধ এবং হরতাল অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি অবশ্য প্রকাশ্যে তেমন একটা আসতেন না। তার দলের কয়েকজন নেতা আতœগোপনে অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করতেন। পুরো ব্যাপারটিই ছিল দেশে-বিদেশে বেশ আলোচিত ও সমালোচিত। একটি নিয়মতান্ত্রিক ধারার রাজনৈতিক দল হয়েও বিএনপি তখন যে সব কর্মসূচি ঘোষণা করছিল তা সন্ত্রাসবাদী, উগ্র হঠকারী রাজনৈতিক দল ও গোষ্ঠীর কাজ বলে সর্বত্র অবহিত হচ্ছিল। তারপরও বিএনপি এবং ২০ দলীয় জোট অবরোধ ও হরতাল ঘোষণা করে যাচ্ছিল। এমন কি তখন টঙ্গীর বিশ্ব ইজতেমার মতো ধর্মীয় সমাবেশকেও হরতাল এবং অবরোধের আওতামুক্ত করা হয়নি। ২০ দল ধরে নিয়েছিল, এ ধরনের লাগাতার কর্মসূচির ধকল হয়তো সরকার সহ্য করতে পারবে না, সে ক্ষেত্রে সরকার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে। কিন্তু তিন মাসের লাগাতার অবরোধ এবং হরতালের প্রতি জনগণের ন্যূনতম সমর্থনের কোনো প্রমাণ মেলেনি। মানুষ জীবনের ঝুঁকি নিয়েই শেষ পর্যন্ত ঘর থেকে বেড়িয়ে আসতে বাধ্য হয়েছিল নিজেদের রুটি-রুজিকে সচল রাখতে। ফলে ৯৩ দিনের ‘আন্দোলনের কর্মসূচি’ আপনা থেকেই ব্যর্থ হতে থাকে, যদিও পেট্রোলবোমার ঝুঁকি ছিল, মানুষ সেই ঝুঁকি উপেক্ষা করেই ঘর থেকে বের হয়ে আসতে থাকে। ফলে বিএনপি নেত্রীর লাগাতার অবরোধ ও অর্থহীন হরতাল একেবারেই অকার্যকর হয়ে পড়ে। ভেস্তে যায় বিএনপির ৫ জানুয়ারিকে কেন্দ্র করে নেয়ার রাজনৈতিক সব পরিকল্পনা।
গেল বছরে যুদ্ধাপরাধীর বিচার ছিল সর্বাধিক আলোচিত। ২০১৫ সালের ২২ নভেম্বর। দিনভর টানটান উত্তেজনার পর দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে কার্যকর হয় দুই মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী আর আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদন্ড। সাকা চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য। মুজাহিদ জামায়াতের সেক্রেটারি জেনারেল। মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত দুটি ট্রাইব্যুনালে ১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত মোট ২১টি রায় প্রদান করা হয়। এর মধ্যে ১০টি মামলার রায় প্রদান করে ট্রাইব্যুনাল-১ এবং ১১ মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-২। ২০১৫ সালে বৈদেশিক মূদ্রার রিজার্ভ আগের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে। সব রেকর্ড ভেঙে নভেম্বর শেষে দেশে বৈদেশিক মূদ্রার রিজার্ভ দাঁড়ায় ২৭ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার। এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এরপর ২৯ এপ্রিল ২৪ মিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে বৈদেশিক মূদ্রার রিজার্ভ। এরপর গত ১৭ আগস্ট রিজার্ভ প্রথমবার ২৬ বিলিয়নের ঘর অতিক্রম করেছিল। বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রিজার্ভের দিক দিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের পরই বাংলাদেশের অবস্থান, যা পাকিস্তানের তুলনায় প্রায় দ্বিগুণ।
২৯ জানুয়ারি ২০১৫ টাঙ্গাইরের ঘাটাইলে শহীদ শাহেদ সালাউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের শহীদ বীরউত্তম সিপাহি নুরুল ইসলাম প্যারেড গ্রাউন্ডে মেডিকেল কোরের প্রথম মহিলা রিক্রুট ব্যাচ-৭১এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথগ্রহণের মাধ্যমে ৮৭৯ জন নারী নবীন সৈনিক হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হন। এটি বিশ্বের সর্ববৃহৎ মহিলা কন্টিনজেন্ট। বাংলাদেশে প্রথম তৈরি সোলার সাইকেল দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের তিন ছাত্র বিজয় মল্লিক, সাব্বির হোসেন ও শান্ত কুমার রায় তৈরি করেন পরিবেশবান্ধব এই সাইকেল। সূর্যের অলোতে চার্জ নেওয়া এ সাইকেল ১ ঘণ্টায় চলবে ২০/২৫ কিলোমিটার। ১৪ সেপ্টেম্বর ২০১৫ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১০তম বৈঠকে ঢাকা বিভাগের চার জেলা নিয়ে দেশের অষ্টম প্রশাসনিক বিভাগ হিসেবে ময়মনসিংহে গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ১ সেপ্টেম্বর সংসদের অষ্টম অধিবেশনের প্রথম দিন আকস্মিক সংসদে যোগ দিয়ে লিখিত বক্তব্যে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা ইতিহাস তৈরি করেন ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত সাবেক মন্ত্রী আওয়ামী লীগ থেকে বহিস্কৃত আবদুল লতিফ সিদ্দিকী। পয়েন্ট অব অর্ডারে ফোর নিয়ে তিনি মন্ত্রিসভা ও দল থেকে বহিস্কৃত হওয়া এবং তার বক্তব্য নিয়ে আপত্তি ও বিতর্কের বিষয় বিস্তারিত উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন। বছরের আলোচিত রাজনীতিকের তালিকাও স্থান পান আবদুল লতিফ সিদ্দিকী। বিশ্বজুড়েই উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে বাংলাদেশ। আর্থসামাজিক উন্নয়নের বাংলাদেশের সাফল্য পেয়েছে বিশ্ব স্বীকৃতি। বাংলাদেশ হয়ে উঠেছে মধ্যম আয়ের দেশ। ১ জুলাই ২০১৫ বাংলাদেশকে নিম্নআয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত করে আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিশ্বব্যাংক। এ বছর মর্যাদাপূর্ণ ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কারটি ছিল ২০১৫ সালে বাংলাদেশের অনন্য এক সম্মাননা। ২৭ সেপ্টেম্বর ২০১৫ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ বিষয়ক সর্বোচ্চ আন্তর্জাতিক পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ গ্রহণ করেন। বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে ২৭টি পুরস্কার ও পদক লাভ করেন।
ইংরেজি নববর্ষ যেমনভাবেই শুরু হোক এ বছরটি জাতির আশা জাগানিয়া বছর হিসেবেই দেখছে বিজ্ঞজনরা। এ আশা গণতন্ত্রের, সাফল্যের ও উন্নয়নের। দেশ পরিচালনার গতিপথে তাৎপর্যপূর্ণ বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের দূরদর্শিতা, বিচক্ষণতা, সমন্বয় ও সহমর্মিতায় সফল হতে পারে সার্বিক উন্নয়ন। আবার তাদের ব্যর্থতায় মুখ থুবড়েও পড়তে পারে। সরকার ও রাজপথের বিরোধী দল বা জোটের জন্য সাফল্য ও ব্যর্থতার রাজনৈতিক কঠিন পরীক্ষা পার হওয়ার বছর হচ্ছে ২০১৬। এ বছরের রাজনৈতিক সফলতা বা ব্যর্থতার মানদন্ডে ঠিক হবে দলগুলোর আগামী দিনের ভবিষ্যৎ। চলতি বছরের রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রে দলগুলোর বাস্তবসম্মত-দূরদর্শিতার নিরিখেই নিরূপণ করা হবে তাদের ভবিষ্যৎ এবং জাতির চূড়ান্ত সাফল্য।
বাংলাদেশের মানুষ অতীতের গ্লানি ও অক্ষমতা ঝেড়ে ফেলে এ বছরের কাঙ্খিত অর্জনের জন্য সদা প্রস্তুত। মানব সমাজের আশা কখনোই কোনও শঙ্কার কাছেই পরাভব মানে না। ২০১৫ সালের শঙ্কার অবসান ঘটিয়ে আশা জাগানিয়ার বিজয় কেতন উড়িয়ে জাতি অপেক্ষমান স্বপ্ন বাস্তবায়নের। দেশের প্রতিটি দলে, জোটে, ঘরে এবং প্রত্যেকটি নাগরিকের অন্তরের গহীন-গভীরে প্রোথিত মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হোক দেশপ্রেম।