স্পোর্টস রিপোর্টঃ
মোহাম্মদ আমিরকে বিবেচনা করা হবে পাকিস্তান জাতীয় দলের জন্য। এমন সংবাদ হওয়ার পর এলো নতুন সংবাদ। স্পট ফিক্সিংয়ে তার দুই সহযোগী মোহাম্মদ আসিফ ও সালমান বাটের জন্য খুলে দেওয়া হচ্ছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দরজা। ২০১৬র জানুয়ারিতে শুরু ওয়ানডে কাপে তাদের খেলার অনুমতি দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ২০১৬র ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে আসিফ ও সালমানের পুনর্বাসন প্রক্রিয়া। পিসিবির একজন মুখপাত্র বলেছেন, “চলমান ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট শেষ হওয়ার পর জানুয়ারিতে শুরু ওয়ানডে কাপে তাদের খেলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কায়েদ-ই-আযম ট্রফি শেষ হওয়ার সাথে তাদেরও সব পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবে। এরপর তারা ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টুর্নামেন্টটি।” ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে পড়েন এই দুজন ও আমির। তাদের জেলও হয়েছিল। ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছিল। গেল সেপ্টেম্বরে তিনজনই নিষেধাজ্ঞা শেষ করেছেন। আমির ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পেলেও আসিফ ও সালমানকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়েছে। তারা ফার্স্ট ক্লাসের ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট দলের সাথে আছেন। দলের সাথে ভ্রমন করলেও এখনো খেলার অনুমতি পাননি। অবশেষে তাদের খেলার সুযোগ দেওয়ার ঘোষণা এলো।