গণবিপ্লব ডেস্কঃ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলায় ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক যান ধ্বংস ও এক দখলদার সেনা আহত হয়েছে। লেবাননের আল-মানার টিভি চ্যানেল জানিয়েছে, হিজবুল্লাহর ‘সামির কান্তার’ ইউনিট ইসরাইলি সেনাদের ওপর হামলার দায়িত্ব স্বীকার করেছে। অধিকৃত শেবা কৃষিক্ষেত্রে ইসরাইলি সেনাবাহিনীর একটি টহল ইউনিট ‘জিবদিন কাফরা’ সড়ক অতিক্রম করার সময় বিস্ফোরণ ঘটে। প্রতিরোধ যোদ্ধারা আগে থেকেই সেখানে বিস্ফোরক পেতে রেখেছিল। সম্প্রতি ইসরাইলি হামলায় সিরিয়ায় হিজবুল্লাহর প্রভাবশালী কমান্ডার সামির কান্তার শাহাদাৎবরণ করার পর এ ঘটনা ঘটলো। ইসরাইল এক বিবৃতিতে ওই ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, তাদের সেনা সদস্যদের লক্ষ্য করে একটি ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে, ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে। সীমান্তবর্তী আব্বাসিয়া ও মাজিদিয়া এলাকায় ইসরাইলি কামানের গোলা আঘাত হেনেছে বলে জানিয়েছে আল-মানার টিভি চ্যানেল।