বুলবুল মল্লিকঃ
মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের সংগঠক ও আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, মো. ইয়াকুব আলী আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী ছিল। তার কোন চাওয়া-পাওয়ার আশা ছিলনা, বঙ্গবন্ধুকে, আওয়ামীলীগকে, আমাকে ভালবেসে সে আজীবন আওয়ামীলীগের রাজনীতি করেছে। স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৬৯-এ জেল থেকে বের হওয়ার পর যখন ইয়াকুব আমার সান্নিদ্ধে আসে তখন থেকেই সে আমার ছিল-আওয়ামীলীগের ছিল। অনেক ঝড়-ঝঞ্ঝা, সমস্যা, ভয়-ভীতি এমনকি মৃত্যুর খড়গ মাথার উপর এসেছে তবুও এর কোন ব্যত্যয় কখনোই হয়নি। অকালে চলে যাবে বলেই হয়তো ইয়াকুব গত শনিবার(৫ মার্চ) আমার সাথে দেখা করে এসেছে। কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মো. ইয়াকুব আলী বৃহস্পতিবার(১০ মার্চ) দুপুরে উপজেলার মমিননগর গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করার খবর পেয়ে তাকে শেষবার দেখতে এসে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দিতে গিয়ে এসব কথা বলেন, প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান আবদুল লতিফ সিদ্দিকী। এ সময় আবদুল লতিফ সিদ্দিকী তাঁর দীর্ঘদিনের সহকর্মী মো. ইয়াকুব আলীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও সমবেদনা জানান।
আবদুল লতিফ সিদ্দিকীর সাথে ছিলেন, বাংলাদেশ তাঁতবোর্ডের প্রাক্তন খন্ডকালীন সদস্য মো. আসাদুজ্জামান, টাঙ্গাইলের জনপ্রিয় সাপ্তাহিক গণবিপ্লব পত্রিকার সম্পাদক মো. মোশারফ হোসেন সিদ্দিকী, কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক তরুণ নেতা আরিফুর রহমান আরিফ, বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাখখারুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলু, যুগ্ম-সম্পাদক মো. শুকুরুজ্জামান, প্রবীণ আ’লীগ নেতা মোজাম্মেল হোসেন, রতনগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক লাট মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ প্রমুখ।
প্রকাশ, প্রবীণ আওয়ামীলীগ নেতা মো. ইয়াকুব আলী বৃহস্পতিবার(১০ মার্চ) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ৩ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার(১০ মার্চ) রাত সাড়ে ৮টায় বল্লা ইউনিয়নের মমিননগর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাকে স্থানীয় ছয় গ্রামের সামাজিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযা নামাজে কালিহাতী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
পরে তিনি আওয়ামীলীগ প্রার্থীর মোটরসাইকেল শোডাউনে দুর্ঘটনায় নিহত বল্লা গ্রামের আরিফুল ইসলামের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং আরিফের আত্মার শান্তি কামনা করেন।