গণবিপ্লব রিপোর্টঃ
রাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজায় আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে এ তথ্য জানান মহানগর ফায়ার সার্ভিসের ডিডি মোজাম্মেল হক। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ভবনে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের মতো কোনো ব্যবস্থা ছিল না। এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজার একটি শো রুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। আর আগুন নিয়ন্ত্রণে কাজ করে ২৪টি ইউনিট। তবে এই মুহূর্তে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না বলেও জানান মোজাম্মেল হক।