*আহমেদ আমিনুল ইসলাম*
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান নির্ধারণ নিয়ে সারা দেশেই দলটি আবার রসাত্মক আলোচনার মুখোমুখি হলো। এই দলটির দলপতি হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিত্বের দৃঢ়তা থাকলে বারবার এই হাস্য-রসাত্মক ও কৌতুককর পরিস্থিতি থেকে দলটির মুক্তি ঘটতে পারত। বলা যায় না, বিএনপির শূন্যস্থানটিও হয়তো জাতীয় পার্টিই পূরণ করতে পারত। ৫ জানুয়ারির বিগত নির্বাচনে দলপতি এরশাদের ভুল সিদ্ধান্তের কারণে জাতীয় সংসদে তাদের যথেষ্ট পরিমাণ প্রতিনিধি পাঠাতে ব্যর্থ হয়েছে। এ ক্ষেত্রে অবশ্য ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল জাতীয় পার্টির ভুল ছিল তা চেয়ে কিঞ্চিৎ কম। তবু সরকারের বিপরীতে জাতীয় পার্টিরই প্রধান বিরোধী এক শক্তিরূপে আবির্ভূত হওয়ার সম্ভাবনা ছিল। আপাতভাবে সে কথা বলা যায় বৈকি। জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ ৫ জানুয়ারির সেই নির্বাচনের সময়ও এক ধরনের নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। দেশবাসী বিএনপির মতো তার কাছ থেকেও প্রত্যাশিত রাজনৈতিক আচরণ দেখতে পায়নি বলে জনগণ ব্যথিত হয়েছে। এক ধরনের ‘লুকোচুরি খেলা’য় অংশগ্রহণের মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদ তথা জাতীয় পার্টি তখনো রাজনৈতিক অস্থিতিশীলতার ফাঁক গলিয়ে হাস্য রসাত্মক দৃশ্যেরই অবতারণা ঘটিয়েছিল বাংলাদেশে।
বিগত সপ্তাহটি হুসেইন মুহম্মদ এরশাদের অদূরদর্শী সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের জের ধরে রাজনৈতিক মহলে পুনরায় ‘হাসির রোল’ বয়ে গেল। এরশাদের এরূপ রাজনৈতিক ‘খামকাপনা’ ও ভুলের কারণে জাতীয় পার্টি সংকটের মুখে আবর্তিত বলে এর ভবিষ্যৎ নিয়ে দলটির কর্মী এবং অনুসারীসহ অনেকের মধ্যেই হতাশা দেখা দিয়েছে। পার্টি সংশ্লিষ্ট ও কর্মীদের সেই হতাশা দূর করা সহজ নয়। এ জন্য মানসিকভাবে দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন আচরণ নিয়ে এরশাদকেই সামনে আসতে হবে। ব্যক্তিগত ও রাজনৈতিক ‘ঘর ভাঙা’র যে ইমেজ হুসেইন মুহম্মদ এরশাদ জাতির কাছে প্রকট করে তুলেছেন তা থেকে যতটা বের হয়ে আসা সম্ভব ততটাই পার্টির কল্যাণ ও মঙ্গল। এটি আদৌ সম্ভব কিনা তা একমাত্র পার্টি প্রধান হুসেইন মুহম্মদ এরশাদই বলতে পারবেন। আমরা কেবল তা দেখার অপেক্ষায় থাকতে পারি মাত্র।
শুধু জাতীয় পার্টিই নয়- গত সপ্তাহে বিএনপির কিছু কিছু মন্তব্য ও বক্তব্যেও আমরা পুনরায় হতাশ হয়েছি। ১৯ জানুয়ারি দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে একাধিক সংবাদমাধ্যমে দেখতে ও শুনতে পেলাম বিএনপির একাধিক নেতার মুখ থেকে কিছু ঐতিহাসিকভাবেই বিভ্রান্তিকর বক্তব্য। এসব বক্তব্যকে আমরা সর্বান্তকরণে সমর্থন করতে পারি না। যেমন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমানের বহুমুখী গুণের প্রশংসা করতে গিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অনন্য ভূমিকার কথা বলেছেন। এই বক্তব্যের এক পর্যায়ে সবাইকে নিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানকে প্রশংসিত করা হয়। কিন্তু আমরা তো জানি যে, বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান তার শাসনামলে রাজাকার ও আলবদরদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন এই বাংলাদেশকেই। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়ে তিনি ৩০ লাখ শহীদ আর দুই লাখ নারীর সম্ভ্রমকে অবজ্ঞা করেছেন আমাদের এ কথাটিও মনে রাখতে হবে। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের নিয়ে তার দলকে এবং রাষ্ট্রীয় কাঠামোকে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রেরণার বিপরীতে নিজেকে প্রতিস্থাপনও করেছিলেন। নিজে একজন মুক্তিযোদ্ধা হয়ে কী ব্যাপক সংখ্যক রাজাকার আর আলবদরকে তিনি পুনর্বাসন করেছিলেন তা ইতিহাসের সত্যনিষ্ঠতায় প্রমাণিত। শাহ আজিজ, সবুর খানসহ কত যুদ্ধাপরাধীকে তিনি তার মন্ত্রিসভার সদস্য করেছিলেন সে হিসাবও সচেতন মানুষের জানা। শুধু কি তাই? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রাখা শতশত সেনাকর্মকর্তাকে সামরিক আদালতে বিচারের নামে হত্যা করেছিলেন। শুধু হত্যা নয়- কী পরিমাণ সেনাকর্মকর্তাকে তিনি হত্যা করেছিলেন সে পরিসংখ্যানটিও তার নির্দেশে বিলুপ্ত করে ফেলা হয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতা দখল করে শতশত সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমেই নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করেছিলেন জিয়াউর রহমান।
কিন্তু আজকের বিএনপি সে কথা উল্লেখ না করে পুনরায় পাকিস্তানি আদর্শে রাষ্ট্র কায়েমের লক্ষ্যে জিয়াউর রহমানের তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে মুক্তিযুদ্ধ বিদ্বেষীদের একত্রিত করার প্রয়াসে ব্যস্ত। ১৯৭১ সালে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে যখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবিতে আমরা সোচ্চার তখন বিএনপি তথাকথিত বহুদলীয় গণতন্ত্র নিয়ে মাতম শুরু করেছে। ‘জাতিকে দ্বিধাবিভক্ত’ না করার আহ্বান জানিয়ে তারা আজ মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ শক্তিকে এক কাতারে ফেলার অবকাশ পাচ্ছে। এই অবকাশে তারা আবার ‘জাতীয় ঐক্যের’ জন্যও হা-হুতাশ শুরু করেছে। আমাদের বিবেচনায়, বিএনপির ডাকে তখনই জাতীয় ঐক্য হতে পারে যখন তারা নীতিগতভাবে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারকে সমর্থন জানাবে। জানি এটি একটি অসম্ভব কল্পনা। পাকিস্তান প্রীতিতে আপ্লুত বিএনপি কখনোই এটি করবে না। তাই আমরা দেখি, আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনালে যখন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ সংঘটিত করেছিল তাদের বিচারের বিষয়ে কখনো নীরব আবার কখনো এই বিচারের ‘মান’ নিয়ে প্রশ্ন উত্থাপন করে সরকারের সমালোচনায় মুখর হয়ে ওঠে। শুধু কি তাই? আজ বিএনপির পক্ষ থেকে শহীদদের সংখ্যা নিয়েই যেখানে সংশয় দেখা দিয়েছে তখন তাদের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া মিলবে না। বিএনপির পক্ষ থেকে বারবার জনগণের কাছে একটি বার্তা দেয়ার চেষ্টা করা হয়- তা হলো দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। প্রকৃতপক্ষে ৫ জানুয়ারির নির্বাচনী ট্রেন তথা গণতন্ত্রের ট্রেন মিস করে বিএনপিই গভীর সংকটে পতিত। নিজেদের ব্যর্থতার চাদর জাতির গায়ে না জড়ানোই বিএনপির জন্য ভালো।
উন্নয়নের মহাসড়ক ধরে আমরা চলছি। গণতন্ত্র চর্চা বা ব্যক্তিগত মতপ্রকাশে কাউকে কখনো বাধাগ্রস্ত হতে দেখেছি বলেও বিগত সাত বছরে আমাদের চোখে পড়েনি। কিন্তু গণতন্ত্রহীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার অভাবে কেবল একটি পক্ষকেই এ দেশে আজ জর্জরিত হতে দেখছি। বর্ণিত প্রত্যয় দুটির অভাবে তারা অনবরত তাদের ক্ষোভ, খেদ ও জ্বালা-যন্ত্রণার কথা বলে সাধারণকে জানানোর চেষ্টা করছেন যে, এ দেশের সার্বিক উন্নয়নের চাকা স্থবির হয়ে গেছে, এদেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাকে আপদমস্তক আওয়ামী লীগ হরণ করে বসে আছে। সুতরাং আওয়ামী লীগের কবল থেকে উন্নয়ন, গণতন্ত্র কিংবা মতপ্রকাশের স্বাধীনতাকে উদ্ধার করতে হবে। শুধু তাই নয়- এসব উদ্ধারে ‘যা খুশি তাই করতে হবে, যা খুশি তাই বলতে হবে’ (গত বছরের জ্বালাও-পোড়াওয়ের মতো)। এসব করা ও বলার মধ্য দিয়ে একটি বিশেষ রাজনৈতিক বলয় সক্রিয় ও সচেষ্ট আছে। তাদের ভাষায় দেশ আজ বিপন্ন, মানুষ আজ চরম অসহায়। প্রকৃতপক্ষে দেশ নয়, মানুষও নয়- আজ চরম বিপন্নতায় ভুগছে তাদের দলটি- তাদের ২০ দলীয় জোট। তাই তারা আজ অসহায়। তাদের এই বিপন্নতা ও অসহায়ত্বকে নির্বিচারে সাধারণের ওপর চাপিয়ে তারা ফায়দা হাসিলের চেষ্টায়ও মত্ত।
২০১৪ সালের ৫ জানুয়ারি থেকে পরবর্তী ১০০ দিন আগুনের উত্তাপে যে পরিমাণ মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে হত্যা তারা করেছে, অগ্নিদগ্ধ করেছে, যে পরিমাণ যানবাহন পুড়িয়ে ছাই করছে তার থেকে সাধারণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার এই নব্য কৌশল হচ্ছে গণতন্ত্রের পুনরুদ্ধারের প্রচেষ্টা নামক বুলি। দেশব্যাপী অন্যায়ভাবে জ্বালাও-পোড়াওয়ের কারণে তাদের ওপর সাধারণ মানুষের যে ক্ষোভ জন্মেছে তা ঢাকার অপকৌশল হচ্ছে উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা কিংবা গণতন্ত্র পুনরুদ্ধারের মতো মিষ্টি মিষ্টি কথা! দীর্ঘ ১০০ দিনের চরম নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এসব দেশবাসীকে এমন বিপন্নদশায় নিমজ্জিত করার জন্য বিএনপি বা ২০ দলীয় জোটের পক্ষ থেকে ‘মিনিমাম’ দুঃখ প্রকাশের ভদ্রতাটুকুও আমরা বিগত এক বছরে দেখতে পেলাম না। এ থেকেও বিএনপি-জামায়াত তথা ২০ দলীয় জোটের মনস্তত্ত্ব উপলব্ধি করা যায়।
বিএনপি আজ মোটামুটি তার স্বরে বলে যাচ্ছে ‘গণতন্ত্র নির্বাসনে’। এ দেশের মানুষ তাদের এ ধরনের বক্তব্যের সঙ্গে শতভাগ একমত হবেন না, তা জানি। তারপরও সাধারণ নাগরিক হিসেবে বিএনপির কাছে আমাদের একটিই প্রশ্ন- আর তা হলো গণতন্ত্র যদি নির্বাসিতই হয়ে থাকে তবে তার জন্য দায়ী কে? বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের নামে সাধারণ নির্বাচনে অংশগ্রহণ না করে ‘গণতন্ত্রের ট্রেন’ তো বিএনপি নিজেই মিস করেছে। এরূপ রাজনৈতিক ভুলের জন্য তারা কী করে অন্যের ওপর দোষ চাপায় তাই আমাদের কাছে এক বিস্ময়! এই বিস্ময়ের মাত্রা আরো বেড়ে যায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষ ও বিপক্ষকে যখন এক করার চেষ্টায় বিভ্রান্তিকর বক্তব্য প্রচার প্রকাশ করা হয়। সে রকম গণতন্ত্র চাই না যা মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী। লেখকঃ অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।