বিনোদন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত সমালোচিত অভিনেত্রী মুনমুন। দীর্ঘ বিরতি ভেঙে গত বছর কাঁসার থালায় রূপালি চাঁদ শিরোনামের চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় ফিরেন এ চিত্রনায়িকা। এবার তাকে নতুন একটি চলচ্চিত্রের আইটেম গানে দেখা যাবে।
মেঘকন্যা শিরোনামের নতুন এ চলচ্চিত্রে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে মুনমুনকে। সিনেমাটি পরিচালনা করবেন মিনহাজুল ইসলাম।
‘মুসাফির মুসাফির আমরা সবাই মুসাফির’ শিরোনামের গানের সঙ্গে নাচবেন মুনমুন। গানের কথা লিখেছেন কবির বকুল। শওকত আলী ইমনের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন পুলক, রিদ্র ও দিনাত জাহান মুন্নী।
নতুন এ সিনেমা প্রসঙ্গে মুনমুন বলেন, ‘গত সোমবার ‘মেঘকন্যা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এখনো শুটিংয়ের তারিখ নির্ধারিত হয়নি। তবে খুব শিগগিরই শুটিং শুরু হবে। এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করব।’
দেলোয়ার জাহান ঝন্টুর বায়ান্ন থেকে একাত্তর ও ড্যানি সিডাকের কাঁসার থালায় রুপালি চাঁদ সিনেমাদুটিতে বর্তমানে অভিনয় করছেন এ অভিনেত্রী। এখন থেকে চলচ্চিত্রে নিয়মিত হওয়ার কথাও জানিয়েছেন তিনি।