গণবিপ্লব ডেস্কঃ
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে খুলে দেয়ার পর এবার টুইটার, স্কাইপি ও ইমো বন্ধ করা হয়েছে। অপরাধীদের বিষয়ে জানতে ফেসবুক বন্ধ করে সরকার চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাই এবার একই প্রক্রিয়ায় এ তিনটি অ্যাপস বন্ধের নির্দেশ দিল সরকার।
রোববার রাত ৯টার দিকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) দেশের সব মোবাইল অপারেটর ও টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে পাঠানো এক চিঠিতে দ্রুত এসব বন্ধ করার নির্দেশ দেয়া হয়।
বিটিআরসির একটি সূত্র জানায়, অপরাধীরা নিজেদের আড়াল করতে দেশে এবং বিদেশে অ্যাপসের ব্যবহার করছে। জাতীয় নিরাপত্তা, কিছু তথ্য উদ্ঘাটনের স্বার্থে সীমিত সময়ের জন্য এ তিনটি অ্যাপস বন্ধের নির্দেশ জারি করে সরকার।
নিরাপত্তার কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব অ্যাপ বন্ধ থাকবে বলে সূত্র জানায়।
এ নিয়ে সরকার পাঁচটি জনপ্রিয় অ্যাপ বন্ধ করল । এর আগে ১৮ নভেম্বর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করেছিল ।
তুমুল সমালোচনার মুখে ১০ ডিসেম্বর ২০১৫ সরকার ফেসবুক খুলে দেয়। তবে ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ রাখে।এবার বন্ধ করা হল টুইটার, ইস্কাইপি ও ইমো বন্ধ করা হল।