ডেস্ক রিপোর্টঃ
দেশ ক্রমেই এগিয়ে যাচ্ছে সেকথা কোনক্রমেই অস্বীকার করা যায় না, একটি দেশের সামগ্রিক উন্নতির ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের ও অবদান আছে। কোন দেশেরই উন্নতি সম্ভব না নারীদের কে বাদ রেখে,তাই দিনে দিনে সরকার নতুন নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে নারীদের অগ্রযাত্রা কে তরান্বিত করার জন্য। ঠিক সেই মুহুর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘোষণায় গোটা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, যেটা আসলে কারও কাছেই কাম্য ছিলো না। কলেজের পাঁচটি হলের ভিতরে দুটিতে মেয়েরা থাকে,গত কয়েক বছরের ফলাফলে মেয়েরা অনেক পিছিয়ে ছেলেদের তুলনায়,এছাড়াও অনেক অভিযোগ আছে মেয়েদের হলের উপর,টনক নড়ে কলেজ কতৃপক্ষের,গত দুদিন ধরে কলেজ প্রশাসনের দফায় দফায় মিটিং হয়,সেই মিটিংয়ে মহিলা হোস্টেলের সুপারভাইজারদের ডাকা হয়। সুপারভাইজারদের পরামর্শক্রমে মেয়েদের হলে নিষিদ্ধ করা হয় বেশ কিছু জিনিস, যেগুলো সবাইকে মেনে চলতে হবে। সূত্রঃ ইন্টারনেট