বুলবুল মল্লিকঃ
[vsw id=”hSpBpVwu1hE” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের জনপ্রিয় নেতা বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার অপর ৩ ভাইসহ ১০জনের সব অস্থাবর মালামাল জব্দ করেছে টাঙ্গাইল থানা পুলিশ।
শুক্রবার (২০ মে) সকাল থেকে দিনব্যাপি মামলার সব পলাতক আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে মালামাল জব্দ করা হয়। তবে অভিযানে তেমন কোনো উল্লেখ্যযোগ্য মালামাল ক্রোক করতে পারেনি পুলিশ। এ সময় বাসায় এমপি’র বাবা আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমানসহ খুনের মামলার সব আসামির অস্থাবর সম্পত্তি জব্দে আদালতের নির্দেশ তামিল অভিযানে নেতৃত্ব দেন মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক ভুঁইয়া। তিনি বলেন, শহরের কলেজপাড়ার পৈতৃক বাড়িতে থাকেন তিন ভাই এমপি আমানুর রহমান খান (রানা), ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি সানিয়াত খান (বাপ্পা) ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাঁকন), পাশেই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খানের (মুক্তি) বাড়ি। এই বাড়িগুলো থেকে একটি ফ্রিজ, আলমারিসহ কিছু পুরাতন কাপড়-চোপর ও আসবাবপত্র জব্দ করা হয়।
ওসি নাজমুল হক ভুঁইয়া আরো জানান, মালামাল ক্রোকের বিষয়ে আদালতের আদেশের খবর পাওয়ার পরপরই আসামিরা তাদের মূল্যবান জিনিসপত্র বাসা থেকে সরিয়ে ফেলেছে। এজন্যই উল্লেখযোগ্য মালামাল পাওয়া যায়নি।
এর আগে সোমবার (১৬ মে) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া ফারুক আহমদ হত্যা মামলার পলাতক ১০ আসামির মালামাল জব্দের নিদের্শন দেন।
অন্য আসামিরা হচ্ছেন, এমপি রানার ঘনিষ্ঠ সহযোগী কবির হোসেন, দারোয়ান বাবু ওরফে দাঁত ভাঙ্গা বাবু, যুবলীগের তৎকালীন নেতা আলমগীর হোসেন চাঁন, নাসির উদ্দিন নুর, ছানোয়ার হোসেন ও সাবেক কমিশনার মাসুদুর রহমান।
প্রকাশ, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে এমপি রানা ও তার ছোট ভাই বাপ্পা তাদের কলেজপাড়া বাসভবনের কাছে গ্লোবাল ট্রেনিং সেন্টারে আনিছুল ইসলামের (এমপির ঘনিষ্ঠ) মাধ্যমে ফারুক আহমদকে ডেকে আনান বলে অভিযোগপত্রে বলা হয়। সেখানে তাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন বাপ্পা। কিন্তু তিনি রাজি হননি। একপর্যায়ে তিনি কক্ষ থেকে বের হয়ে শৌচাগারে যান।
শৌচাগার থেকে ফেরার পথে কবির হোসেন (এমপির ঘনিষ্ঠ) পিস্তল দিয়ে ফারুক আহমদকে গুলি করেন। এরপর সংসদ সদস্য আমানুরের নির্দেশে আনিছুল, মোহাম্মদ আলী, আব্দুুল হক, সমীর ও কবীর মৃতদেহ তার বাসার সামনে ফেলে আসেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।