বুলবুল মল্লিকঃ
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা প্রভাবশালী আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যায় অভিযুক্ত হয়ে গত দেড় বছর যাবৎ আত্মগোপনে থাকায় উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। তার খবরদারিতে মাধ্যমিক স্তরের কমপক্ষে ২২টি বিদ্যালয় ও একটি মহিলা কলেজে শিক্ষক নিয়োগ দিতে পারছে না। তিনি আত্মগোপনে থেকেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইলে কিংবা ব্যক্তিগত লোক মারফত খবরদারি করছেন বলে প্রতিষ্ঠানগুলোর সূত্রে জানা যায়।
সূত্রমতে, এমপি রানা ঘাটাইল উপজেলার পেচারআটা মাটিকাটা দাখিল মাদরাসা ও লোকেরপাড়া ফাজিল মাদাসার সভাপতি রয়েছেন। তার স্ত্রী ফরিদা রহমান পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ সভাপতি। এছাড়া বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর(এমপি রানার) আস্থাভাজনরা সভাপতি পদ আঁকড়ে ধরে আছেন। তারা এমপি রানার সাথে মোবাইলে প্রায় নিয়মিত কথা বলছেন, তার নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জানাচ্ছেন। এতে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হলেও এমপি রানার সন্ত্রাসী রাজত্ব টিকে থাকছে।
স্থানীয় কয়েকজন উপজেলা কর্মকর্তা জানায়, দেড় বছর যাবৎ আত্মগোপনে থাকা এমপি আমানুর রহমান খান রানাকে বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় গ্রেপ্তারে বাধা নেই বলে উচ্চ আদালত ঘোষণা দিয়েছে। জেলা পুলিশের চৌঁকশ দল তাঁকে খুঁজছে। অথচ এমপি রানার সাথে এখনো উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাদের গোপণ যোগাযোগ রয়েছে।
শিক্ষক নিয়োগে জটিলতার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক বলেন, মাধ্যমিক স্তরের ২২টি স্কুলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও ঝুঁলে আছে, সম্পন্ন করা যায়নি। কারণ হিসেবে তিনি বলেন, ‘এমপি সাহেব যদি বলেন আমি আসতেছি, আমি শীঘ্রই আসছি। আমি না আসা পর্যন্ত কোন নিয়োগ দেয়া যাবে না।’ তাহলে আমি কি করবো? এভাবে তো মাসের পর মাস পার হয়ে যাচ্ছে। তিনি তো প্রায় দেড় বছর ধরে নেই। এমপি সাহেব বলেছেন, ‘আমি শোকের মাসে আসব’। শোকের মাস তো শেষ হয়েছে অনেক আগেই। এদিকে সামনে এসএসসি পরীক্ষা। বিদ্যালয়ে নানা কারণে শিক্ষক সংকট। একদিকে অবসর, অন্যত্র চলে যাওয়া, মৃত্যুবরণ করা এভাবে উপজেলার ২২টি স্কুলে অংক, ইংরেজী, বিজ্ঞান শিক্ষকের শূণ্য পদ পূরণ করা যাচ্ছে না। একদিকে শিক্ষকরা চাপ দিচ্ছেন নিয়োগ দেয়ার জন্য। অন্যদিকে এমপি সাহেব চাপ দিচ্ছেন নিয়োগ বন্ধ রাখার জন্য। সব মিলেয়ে আমি অসহায় হয়ে আছি। তিনি আরো বলেন, এ অবস্থায় শিক্ষার্থীদের লেখাপড়ার চরম ক্ষতি হচ্ছে; এবারের জেএসসি পরীক্ষা তো শেষ, এসএসসি পরীক্ষাও এসে গেছে। দুটি পরীক্ষার ফলাফল কেমন হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
স্থানীয়রা জানায়, উপজেলার মাটিকাটা দাখিল মাদরাসার পরিচালনা পরিষদ সভাপতি এমপি আমানুর রহমান খান রানা। তিনি আত্মগোপনে থাকলেও তাঁর সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে মাদরাসার কেরানি মোহাম্মদ আলী জিন্নাহর সাথে। সত্যতা স্বীকার করে মাদরাসার সুপার আকবর হোসেন বলেন, এমপি আত্মগোপনে থাকলেও কেরানির মাধ্যমে এমপি’র কাছ থেকে স্বাক্ষর আনা হয়। এরমধ্যে একটি শিক্ষক নেয়া হবে। যেহেতু এমপি জেল-হাজতে না, বাইরে আছেন। দরকার হলে তার কাছ থেকে স্বাক্ষর আনা হবে, এমন বিশ্বাসে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিচ্ছেন তিনি।
পাকুটিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এমপি আমানুর রহমান রানার স্ত্রী ফরিদা রহমান। ওই কলেজের অধ্যক্ষ জেবুননেছা বলেন, তিনি থাকায় কোন অসুবিধা হচ্ছে না, যখন দরকার পরে তখনই পাই। আবার কোন কোন সময় স্বাক্ষরও আনা হয়।
ঘাটাইলের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদিরা সুলতানা বলেন, এমপি সাহেবের সাথে তার যোগাযোগ রয়েছে। এমপি তাঁর লোকজনের কাজ করে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
ঘাটাইল ব্রাহ্মণশাসন মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য আব্দুস সালাম জানান, কলেজের কয়েকটি পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া তারা সম্পন্ন করেছেন। এরই মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন নাহারকে এমপি সাহেব নাকি নিয়োগ বাতিলের জন্য বলেছেন। ফলে কোন কাগজপত্র ডিজিতে বা বোর্ডে জমা দেয়া হয়নি। তিনি আরো বলেন, স্বচ্ছতার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও অধ্যক্ষের একগুয়েমী ও এমপি প্রীতির কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না।
এক সময়ে এমপি আমানুর রহমান খানের প্রতি আনুগত্যশীল দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ বলেন, এমপি প্রথম যখন এসেছিলেন তখন ভালই মনে হয়েছিল। সব মানুষের সাথে গাঁয়ে পড়ে কথা বলতেন, দাঁড়িওয়ালা লোক দেখলে দাড়িতে চুমুু খেতেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর তার আসল রূপ প্রকাশ পায়। প্রথমেই তিনি গ্রামেগঞ্জে শেখ রাসেল স্মৃতি সংঘকে ভেঙ্গে তার ভাইয়ের নামে বাপ্পী স্মৃতি সংসদ করেন। এরকম নানা কাজ করে তিনি আওয়ামী ঘরাণার লোকদের মণে ব্যাপক আঘাত হানেন। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখ ফিরিয়ে নিতে থাকে। বর্তমানে তার সমর্থনে কোন লোক নেই বলে তিনি জানান। তিনি আরো জানান, এমপিরা এলাকার উন্নয়ন করেন, কিন্তু ঘাটাইলে এমপির কারণেই উন্নয়ন কাজ স্থবির হয়ে রয়েছে।