টাঙ্গাইল ৩ মার্চ : পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে ও ওয়েস্ট এর উদ্যোগে সরকারি এম এম আলী কলেজ চত্ত্বরে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ঝর্ণা মাঝির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. শহীদুজ্জামান, ওয়েস্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. এস. এম. ইকবাল।
এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক দেবব্রত পাঠক, সোহেল রানা, নূর, আতিকুল ইসলাম, স্বপ্না, রাখি, রৃজন, চৈতিন্য সাহা প্রমুখ।
র্যালী ও সভায় গন্যমান্য ব্যক্তিবর্গসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমাদের নগরায়ন এবং খাদ্য চাহিদা মেটানোর জন্য যেভাবে বন ও বৃক্ষ উজাড় করা হচ্ছে তাতে আমাদের বন্যপ্রাণী আজ হুমকির মধ্যে পড়েছে। বন্যপ্রাণী প্রকৃতির শোভা এবং মানুষের অস্তিত্বের সাথে সরাসরি জড়িত। এ দেশের আইকন রয়েল বেঙ্গল টাইগার আজ ক্রমেই হ্রাস পাচ্ছে অথচ এ বেঙ্গল টাইগার আমাদের দেশের একটি আইকন। এ বেঙ্গল টাইগারকে দেখার জন্য বহু পর্যটক সুন্দরবনে আসে যা থেকে আমাদের দেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। আজ জনসচেতনতার অভাবে আমরা নির্বিচারে বন্যপ্রাণী হত্যা এবং এদের আবাস্থল ধ্বংস করে চলেছি। আজ কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েসহ অনেক দেশের বন্যপ্রাণী প্রকৃতিতে দেখার জন্য লক্ষ লক্ষ পর্যটন সেখানে যায় যা সেসব দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে। আমরাও বন্যপ্রাণীর এ সম্পদ রক্ষা করে দেশকে সমৃদ্ধ করতে পারি।