
” খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে দ্বিতীয় বারের মত রাজাবাড়ী গোল্ডকাপ ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ( ১৮ জানুয়ারি ) উপজেলার এলেঙ্গা পৌর এলাকার রাজাবাড়ী এলপি গ্যাস মাঠে এ টূর্নামেন্টের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী নেতা, সাবেক ইউপি সদস্য রোকনুজ্জামান মোল্লা রুপন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম মোল্লা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, রাজাবাড়ী অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শুভ, আয়োজক কমিটির সদস্য জীবন মোল্লা, অমিত সিকদার, হৃদয় মোল্লা প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, শেখ রাসেল স্মৃতি সংঘ পালিমা বনাম মহেশপুর ক্রিকেট একাদশ। খেলায় শেখ রাসেল স্মৃতি সংঘ পালিমা ৭ উইকেটে জয় লাভ করেন।
টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে।