ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক পোষ্টমাষ্টার শেখ আলী হোসেন আর নেই। বুধবার(২৩ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ৫ ছেলে ৩ মেয়ে, আত্মীয়-স্বজন সহ বহু ভক্ত, অনুরাগী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার(২৩ ডিসেম্বর) বাদ আসর নামাজে জানাযা শেষে এলেঙ্গা পৌরসভার এমএসবি(মশাজান, স্বরূপপুর, বানিয়াবাড়ি) সামাজিক গোরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযা নামাজে জেলার সাংস্কৃতিক অঙ্গণের ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা অংশ গ্রহন করে।