কালিহাতী প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের উপ-শহর খ্যাত এলেঙ্গার জালদো ব্রিজ সংলগ্ন স্থানে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভয়াবহ অগ্নিকান্ডে একটি তুলার দোকান ও ওয়ার্কসপ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছে।
দোকান দু’টির মালিক আব্দুল মান্নান ও হাছেন আলী জানান, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে তুলার দোকানে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পুড়ে তাদের দু’টি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো .নুরুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে তুলার দোকান থেকে আগুন পাশের ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিহাতী উপজেলার নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন ও এলেঙ্গা পৌরসভার মেয়র মো. শাফী খান সহ স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।