কামরুল হাসানঃ
কালিহাতী উপজেলার এলেঙ্গায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শামসুল হক কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৭ এপ্রিল) সকালে কলেজ অধ্যক্ষের কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নয়া মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক আজাহার আলী মিয়া, পদ্মা রাণী পাল, হাসান হাফিজুর রহমান। এসময় অধ্যাপক মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম, মাধব চন্দ্র দাস, ক্রীড়া শিক্ষক মাসুদ ভূইয়া, প্রভাষক মাজহারুল ইসলাম, নিরঞ্জণ কুমার সরকারসহ কলেজের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।