ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাস্থ আরাফাত প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত জেনারেটর ফি নেয়ার প্রতিবাদ করায় হুরমুজ আলী(৫০) নামে এক অভিভাবককে পিটিয়ে আহত করা হয়েছে। আহত হুরমুজ আলীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, আরাফাত প্রি-ক্যাডেট স্কুলে নাইট শিফটে ২ শতাধিক শিক্ষাথী রয়েছে। নাইট শিফটের শিক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে মাসিক ৫০ টাকা হারে ‘জেনারেটর ফি’ নেয়া হয়। ওই জেনারেটর ফি দিতে দেরি হওয়ায় রোববার(২৬ জুন) চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জীমকে দাঁড় করিয়ে রেখে শাস্তি দেয়া হয়। জীম তার বাবাকে ঘটনা জানালে হুরমুজ আলী এতো বেশি পরিমান জেনারেটর ফি নেয়ার প্রতিবাদ করেন। সোমবার(২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে হুরমুজ আলী ওই প্রতিষ্ঠানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ আরাফাত প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক শাহীনুর রহমান শাহীন সহ কয়েকজন শিক্ষক এসে তার উপর হামলা চালায়। তারা হুরমুজ আলীকে পিটিয়ে রক্তাক্ত করে প্রতিষ্ঠানে ফিরে যায়। স্থানীয়রা হুরমুজ আলীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হুরমুজ আলী জানান, এলেঙ্গার বাণিজ্যিক এলাকায় প্রতিমাসে জেনারেটর চার্জ নেয়া হয় বাল্ব প্রতি ৫০ টাকা। আর ওই স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিজনের কাছ থেকে অঅদায় করা হচ্ছে ৫০ টাকা, জেনারেটর ফি থেকেই ওই প্রতিষ্ঠান ১০-১৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এটার প্রতিবাদ করায় তার উপর হামলা করেছে শাহীন সহ ৫-৬জন শিক্ষক। তিনি আরো জানান, শাহীনুর রহমান শাহীন তাকে পিটিয়েই ক্ষান্ত হয়নি উল্টো তাকে অভিযুক্ত করে কালিহাতী থানায় সাধারণ ডায়েরিও(জিডি) করেছেন।
আরাফাত প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক শাহীনুর রহমান শাহীন এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।