কামরুল হাসানঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় বাংলা বর্ষবরণ উপলক্ষে বৃহস্পতিবার(১৪ এপ্রিল) দুইদিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন মেলার শুভ উদ্বোধন করেন। কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। এসময় অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ও এলেঙ্গা শামসুল হক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নয়া মিয়া, এলেঙ্গা বিএম কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল কবির, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লাসহ এলেঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব বাবর আলী তালুকদার। পরে সকলের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা এলেঙ্গা শামসুল হক কলেজ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ মাঠে এসে শেষ হয়। এছাড়া সারাদিন ব্যাপি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।