কালিহাতী প্রতিনিধিঃ
কালিহাতী উপজেলার পৌরশহর এলেঙ্গায় বাংলা বর্ষবরণ উপলক্ষে দুইদিন ব্যাপি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
এলেঙ্গা সাধারণ পাঠাগারের উদ্যোগে এলেঙ্গা শামসুল হক কলেজ মাঠে পহেলা ও দোসরা বৈশাখ এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা সুষ্ঠু এবং সুন্দর করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মেলায় এবার ৬৭টি স্টল অংশ গ্রহন করবে। এছাড়া সকালে বৈশাখের প্রথমদিনে এলেঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের অংশগ্রহণে মঙ্গলশোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক আনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এলেঙ্গা সাধারণ পাঠাগারের আহ্বায়ক ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়াার হোসেন মোল্লা জানান, প্রতিবারের মত এবারও এলেঙ্গা অঞ্চলের ঐতিহ্য আর হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে উজ্জীবিত করার প্রত্যয়ে এলেঙ্গা জনপদের সর্বসাধারণের সমন্বয়ে বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। এ মেলা সুন্দর এবং শান্তিপ্রিয়ভাবে যাতে সম্পন্ন হয় এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।
এ লক্ষ্যে এলেঙ্গা শামসুল হক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নয়া মিয়াকে আহ্বায়ক ও বাবর আলী তালুকদারকে সদস্য সচিব করে বর্ষবরণ ও বৈশাখী মেলা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।