ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গাস্থ এলেংজানী নদীর পানিতে ডুবে আদনান ছানি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে এলেঙ্গা ফরহাদ ক্যাডেট একাডেমীর দ্বিতীয় শ্রেণির ছাত্র। নিহত আদনান বাসাইল উপজেলার ময়থা গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে।
জানা যায়, মঞ্জুরুল ইসলাম তাঁর পরিবারকে নিয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন বাসায় ভাড়া থাকেন। রোববার(১২ জুন) দুপুর ২ টার দিকে আদনান তাঁর সহপাঠিদের সাথে পাশের এলেংজানী নদীতে গোসল করতে বের হয়। গোসল করতে গিয়ে একপর্যায়ে সে নদীর পানিতে ডুবে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে সহপাঠিরা স্থানীয় লোকজন ডেকে আনেন। অনেক খোজাখুজির পর স্থানীয়রা নদী থেকে মৃত অবস্থায় আদনানকে উদ্ধার করে।