কামরুল হাসানঃ
টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মঙ্গলবার(২৬ এপ্রিল) বিকালে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনতা।
এলেঙ্গা বাসস্ট্যান্ডে স্থানীয় বণিক সমিতি ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেন শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান শুকুর মাহমুদ, বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির কার্যকরি সভাপতি রোকনুজ্জামান রোকন মোল্লা, সহ-সভাপতি আলমগীর হোসেন, আনিছুর রহমান মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহআলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, করাতকল মালিক সমিতির সভাপতি আব্দুল খালেক, এলেঙ্গা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
বক্তারা অভিযোগ করেন, ব্যবসাবহুল এলাকা এলেঙ্গায় সম্প্রতি ভয়াবহ লোডশেডিং চলছে। এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে আড়াই ঘণ্টা লোডশেডিং দেয়া হয়। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যহত হচ্ছে। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পাশাপাশি সাধারণ জনগন মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে।
বক্তারা হুশিয়ারি দেন, আগামী ৭ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির সমাধান না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।