এলেঙ্গা প্রতিনিধিঃ টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গা বাসস্ট্যান্ডে স্থানীয় হকার শ্রমিক সমিতির সভাপতি ফল ব্যবসায়ী মো. জুলহাস উদ্দিন সহ তিন জনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার(৪ নভেম্বর) সকালে বিক্ষোভ সমাবেশ করেছে।
এলেঙ্গা বাসস্ট্যান্ড হকার শ্রমিক সমিতির উদ্যোগে আয়োজিত শতাধিক শ্রমিকের বিক্ষোভ মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এলেঙ্গা বাসস্ট্যান্ডে যমুনা হেটেলের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ফয়জুদ্দিন মোল্লা, শ্রমিক নেতা মো. রাশেদ রহমান, আবুল কালাম, ইয়াকুব আলী, মো. সেন্টু মিয়া, ফজলু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার(৩ নভেম্বর) সকালে তুচ্ছ ঘটনার জের ধরে এলেঙ্গা বাসস্ট্যান্ড হকার শ্রমিক সমিতির সভাপতি ফল ব্যবসায়ী মো. জুলহাস উদ্দিন(৫০), তার ভাই জয়নাল(৩৭) ও মস্তিস্ক বিকৃত কর্মচারি মোস্তাকিমকে(৩৫) স্থানীয় সন্ত্রাসী সুমন(২৫), স্বপন(২২), মো. আব্দুল মিয়া(৪৫) সহ ৫-৬ জন লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে বেদম মারপিট করে এবং জুলহাস উদ্দিনের ফলের দোকান ভাঙচুর ও লুটপাট করে। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।