ভ্রাম্যমান প্রতিনিধিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় এলেঙ্গা হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে রোববার(২১ ফেব্রুয়ারি) দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আলোকিত কালিহাতী ও সাপ্তাহিক যুগধারার সহযোগীতায় ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রশিদ আহম্মদ আব্বাসী, হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, সাপ্তাহিক যুগধারার প্রকাশক এইচএম হাবিবুর রহমান সরকার, হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল বারী প্রমুখ।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আইভি রহমান, ডা. মো. লোকমান হোসেন প্রমুখ চিকিৎসক দিনব্যাপি ফ্রি-চিকিৎসা সেবা প্রদান করেন।