কামরুল হাসানঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির কমিটির উদ্যোগে রোববার(৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন।
শুক্রবার(৫ ফেব্রুয়ারি) শ্রীমদ্ভগবত গীতা পাঠ ও শনিবার অধিবাস কীর্তনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। রোববার(৭ ফেব্রুয়ারি) থেকে বুধবার(১০ ফেব্রুয়ারি) পর্যন্ত নামসূধা করবে ফরিদপুরের বাসুদেব সম্প্রদায়, গোপালগঞ্জের মাধবীলতা সম্প্রদায়, শ্রী গোবিন্দ ভক্ত সম্প্রদায়, রাধেশ্যাম সম্প্রদায় ও বেণী মাধব সম্প্রদায়, নড়াইলের জীবনানন্দ সম্প্রদায় এবং মাদারিপুরের মুক্তিলতা সম্প্রদায়। অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন, টাঙ্গাইলের পাকুল্লার ভক্তপ্রবর শ্রী দুলাল চক্রবর্তী, বগুড়ার শ্রীমতি তৃষ্ণা দেবনাথ, সাতক্ষীরার ছোট হরিদাস এবং বগুড়ার বাবুল মহন্ত। শুক্রবার(১২ ফেব্রুয়ারি) মহাপ্রভুর ভোগ প্রসাদ বিতরণ, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানকারী প্রণব কমল ভট্টাচার্য (বলাই) বলেন, এলেঙ্গা জমিদার বাড়ির আঙ্গিণায় ধারাবাহিকভাবে অনুষ্ঠিত এই মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনে দূরদুরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ ভক্তিযুক্ত মনে অংশগ্রহণ করছেন।