কামরুল হাসানঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারন, শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্প ইত্যাদি।
একুশের প্রথম প্রহরে এলেঙ্গা শামসুল হক কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, জেলা বিএনপি নেতা ও এলেঙ্গা পৌরসভার মেয়র মো. শাফি খান, শামসুল হক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নয়া মিয়া, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি দাশ পবিত্র, কালিহাতী উপজেলা শাখা বাকশিস’র সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, এলেঙ্গা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক চাঁন মাহমুদ সরকার এছাড়া এলেঙ্গা পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, বিএনপি ও এর অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, রাজাবাড়ি অনার্স অ্যাসোসিয়েশনসহ এলেঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সকাল থেকেই এলেঙ্গার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাটে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
সকাল ৮টায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সামাজিক, রাজননৈতিক সংগঠনের অংশগ্রহণে ‘প্রভাত ফেরি’ বের করা হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’ গানের সুরে সুরে ফেরিটি এলেঙ্গা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয়। এর আগে ভাষা শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন, জাতীয় সংগীত ও মহান একুশের গান পরিবেশন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।