কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে ভোকেশনাল শিক্ষা কর্যক্রমে ভর্তি করানোর চেষ্টা ও বিনামূল্যের বই বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। জেএসএসসি পরীক্ষায় পাসকৃত কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকরা এ অভিযোগ করেন।
এলেঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে জেএসএসসি পরীক্ষায় জিপিএ ৪.১৫ পাওয়া শফিকুল ইসলাম নামের শিক্ষার্থী জানায়, তিনি কয়েকদিন যাবত নবব শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য স্কুলে গেলেও প্রধান শিক্ষক নাজমুল করিম তাকে ভোকেশনালে ভর্তি হতে বলছেন। কিন্তু তার ইচ্ছা ব্যবসায় শিক্ষা নিয়ে পড়ালেখা করবে। কিন্তু প্রধান শিক্ষক তাকে ভর্তি করছে না। সে উপজেলা শিক্ষা অফিসার হারুন-অর-রশিদের সাথে মোবাইলে যোগাযোগ করে অভিযোগ জানায়। কিন্তু শিক্ষা তাকে টিসি নিয়ে অন্য স্কুলে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। বাড়ি থেকে এলেঙ্গা স্কুলের কাছে জানালে তিনি জানান, স্কুলের শিক্ষকরা যা বলেন শোনার পরামর্শ দেন তিনি। একই অভিযোগ করেছে, ওই বিদ্যালয় থেকে জিপিএ ৪.১৫ পাওয়া রাকিবুল হাসান, ৪.৩৫ পাওয়া লিটন মিয়া, ৪.১০ পাওয়া ফিরোজ হোসেন, ৪.০০ পাওয়া আবু হানিফ, ৪.১৫ পাওয়া রাকিবুল হোসেন।
তারা আরো অভিযোগ করে, টাকার বিনিময়ে ৪.১৫ পাওয়া রাকিবকে প্রধান শিক্ষক ঠিকই ভর্তি করেছেন। এ বিষয়ে ভর্তির দায়িত্বে থাকা শিক্ষক মোস্তফা অভিযোগকারী শিক্ষার্থীদের জানান, ওর জন্য প্রধান শিক্ষকের কাছে বিশেষ ব্যক্তির সুপারিশ এসেছে। রাকিবুল হাসান নামে এক ছাত্রের অভিভাবক বলেন, আমার স্বপ্ন ছেলেকে বিজ্ঞান বিভাগে পড়াবো, কিন্তু শিক্ষকরা তার ছেলেকে ভর্তি করছে না। প্রধান শিক্ষক তাকে দুই দিন পরে যেতে বলে ঘুরাচ্ছেন। এছাড়া শিক্ষকদের বিরুদ্ধে বিনামূল্যের বইয়ে টাকা নেওয়ার অভিযোগও করেছে শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে সপ্তম, অষ্টম ও ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, সপ্তম শ্রেণিতে ৮০০ টাকা নেওয়ার পর বই দেয়া হয়েছে। নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ৯০০, অষ্টম শ্রেণিতে জন প্রতি ৮০০, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা নিয়ে বিনামূল্যের বই দেয়া হয়েছে।
এ বিষয়ে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিমের সাথে মুঠেফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
অন্যদিকে কালিহাতী উপজেলা শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, ভোকেশনালে ইচ্ছার বিরুদ্ধে ভর্তি করার চেষ্টা করা হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে ওই সকল ছাত্র-ছাত্রীদের অভিযোগ দিতে হবে। বিনামূল্যের বই টাকা নিয়ে বিতরণের বিষয়ে বলেন, প্রত্যেকটি স্কুলে নির্দেশনা দেয়া হয়েছে কোনভাবেই ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বই বিতরণের সময় কোন প্রকার টাকা-পয়সা নেয়া যাবে না । কোন স্কুলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।