এলেঙ্গা প্রতিনিধিঃ টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গা বাসস্ট্যান্ডে মঙ্গলবার(৩ নভেম্বর) সকালে তুচ্ছ ঘটনার জের ধরে সন্ত্রাসী হামলায় ফল ব্যবসায়ী সহ তিন জন গুরুত্বর আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, এলেঙ্গা বাসস্ট্যান্ড হকার শ্রমিক সমিতির সভাপতি ফল ব্যবসায়ী মো. জুলহাস উদ্দিন(৫০), তার ভাই জয়নাল(৩৭) ও মস্তিস্ক বিকৃত কর্মচারি মোস্তাকিম(৩৫)। তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এলেঙ্গা বাসস্ট্যান্ড হকার শ্রমিক সমিতির সভাপতি ফল ব্যবসায়ী মো. জুলহাস উদ্দিনের মস্তিস্ক বিকৃত কর্মচারি মোস্তাকিমের সাথে মঙ্গলবার(৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে দোকানের সামনে ঝাঁড়– দেয়া নিয়ে এলেঙ্গা পৌরসভার মশাজান গ্রামের মো. আব্দুল মিয়ার ছেলে সুমনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মোস্তাকিম ঝাঁড়– দিয়ে সুমনকে(২৫) আঘাত করে। এতে ক্ষুব্ধ হয়ে সুমন(২৫), তার ভাই স্বপন(২২), তাদের বাবা মো. আব্দুল মিয়া(৪৫) সহ ৫-৬ জন লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ফল ব্যবসায়ী জুলহাস উদ্দিন ও মোস্তাকিমকে বেদম মারপিট করে। বাধা দিতে গেলে জয়নালকেও তারা পিটিয়ে আহত করে। এ সময় সন্ত্রাসীরা জুলহাস উদ্দিনের ফলের দোকান ভাঙচুর ও লুটপাট করে। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহত জয়নাল জানান, মো. আব্দুল মিয়ার ছেলেরা এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। মো. আব্দুল মিয়ার ভাই আওয়ামীলীগ নেতা আ. আজিজ পৌরসভার কাউন্সিলর হওয়ায় তারা ক্ষমতার দাপটে এলাকায় নানা অপকর্ম করে থাকে। কেউ তাদের ভয়ে কোন অপরাধের ঘটনার প্রতিবাদ করতে সাহস পায়না। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।